মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
রাত পেরোলেই মহালয়া। পিতৃপক্ষের অবসান হবে, সূচণা হবে মাতৃপক্ষের। আর তার আগেই ফটোশুটে ব্যস্ত টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা। মা দুর্গা রূপে প্রথমবার দেখা যাবে অভিনেত্রী মৌবনী সরকার’কে। ‘দেবীর আবাহন’এই মাতৃরূপে আগমন ঘটবে মৌবনীর।
আগামিকাল বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে মহালয়া। এই অনুষ্ঠানের নাম ‘দেবীর আবাহন’। পরিচালনা করেছেন কল্লোল নস্কর। সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন অর্প বৈদ্য। এই মহালয়াতে দেবী দুর্গার চরিত্রে দেখা যাবে জাদুকর কন্যা মৌবনী সরকার’ কে এবং অসুর চরিত্রে দেখা যাবে আনন্দ ভুঁইয়া’ কে।
বর্ণালী বিশ্বাস প্রযোজিত ‘দেবীর আবাহন’ অনুষ্ঠানটি পুরোটাই নৃত্যের উপর তৈরি। এখানে ভারতীয় সংস্কৃতির মুদ্রাগুলিকে ব্যবহার করে ডান্স ফর্মের মাধ্যমে মহালয়ার কাহিনী তুলে ধরেছেন পরিচালক। যা বর্তমান প্রজন্মকে মহালয়া বিষয়ে স্পষ্ট ধারণা দেবে।
আরও পড়ুনঃ মহালয়ায় এনা সাহার উদ্যোগে তৈরি ‘মহামায়া’
প্রথমবার মা দুর্গা’র চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে অত্যন্ত খুশি মৌবনী। অভিনেত্রী বলেন, “বর্তমানে আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। টানা কয়েকমাস লকডাউনের পর এই দুর্গা চরিত্রটা করতে পেরে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে এরপর হয়ত সত্যিই ভালো কিছু ঘটবে। খুব তাড়াতাড়ি এই সঙ্কটজনক পরিস্থিতি কাটায়ে উঠতে পারবো আমরা।”
আগামিকাল বেলা ১২ টায় পিকচারটিউবের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘দেবীর আবাহন’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584