সুদীপ পাল,বর্ধমানঃ
গ্রাহকের অজান্তেই তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গেল।ছ’দফায় এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসার রাজবাঁধ এলাকায়। ঝাড়খণ্ডের বাসিন্দা হরিহর মোদি বর্তমানে কাঁকসার রাজবাঁধে থাকেন।একটি পান গুমটি আছে তাঁর।সে থেকেই যা রোজগার হয় তাই দিয়ে সংসার চালান৷ এই টাকা থেকেই ধীরে ধীরে টাকা জমিয়ে ব্যাঙ্কে রেখেছিলেন। পাসবই আপডেট করলে তিনি দেখতে পান রাঁচি এবং দেওঘরের বিভিন্ন এটিএম ব্যবহার করে তাঁর অ্যাকাউন্ট থেকে ছ’দফায় এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা তুলে নেওয়া হয়েছে। মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর।
দ্রুত যোগাযোগ করেন ব্যাঙ্কের সাথে। ব্যাঙ্কের নির্দেশে কাঁকসা থানায় অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, অনেক কষ্ট করে টাকা জমিয়ে ছিলাম।এই টাকা মেয়ের বিয়ের জন্য ছিল।
আরও পড়ুনঃ অনুদানের টাকায় কাটছে ফাইন, বাড়ছে ক্ষোভ
এখন কি হবে বুঝতে পারছি না। কিভাবে এই টাকা গায়েব হল তাও বোঝা যাচ্ছে না।এটিএম কার্ড,পাস বই সবই আমার নিজের কাছে আছে।
ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584