মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
এবার যেন অন্যরকম পুজো। করোনার ভ্যাকসিন না নিলে মন্ডপে প্রবেশের ক্ষেত্রে থাকবে নিষেধাজ্ঞা। পুজোর জাঁকজমকেও থাকবে বেরঙিন স্বাদ। কিন্তু পুজোয় চুপ করে বসে থাকার পাত্র বা পাত্রী নন কোনও বাঙালি। আর তাই এখন থেকেই পুজোতে কিভাবে নিজেদের সাজিয়ে তোলা যায়, তার প্ল্যানিং শুরু করে দিয়েছে আট থেকে আশি সকলেই। সেই কারণেই ঝড় বৃষ্টিকে তোয়াক্কা না করে গত দু’দিন ধরে পুজোর নতুন কালেকশনের খোঁজে ‘পরব’-এ ভিড় জমিয়েছিলেন সেলেব থেকে সাধারণ সবাই।

অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় এবং অভিনেতা তথা বাচিক শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের যুগ্ম প্রয়াসে দু’দিনের এই প্রদর্শনী ‘পরব’। দেবযানী চট্টোপাধ্যায়ের পোশাকের রেঞ্জ ‘ওই-সে’-র বিভিন্ন রকমের ইন্দো ওয়েস্টার্ন ড্রেস ও শাড়ির কালেকশন, সুজয়প্রসাদের সিরামিক, মোল্টেন ক্লে ও উডেন গয়না এবং সময়িতা চক্রবর্তীর কুরুসের গয়নার কালেকশন নিয়ে দু’দিনব্যাপী প্রদর্শনী ‘পরব’ অনুষ্ঠিত হল ‘জুম টি ও গ্রাফি’ ক্যাফে-তে।

এই প্রদর্শনীর উদ্বোধন করতে ‘পরব’-এ উপস্থিত ছিলেন অভিনেত্রী মনামী ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন সোহাগ সেন, অনসূয়া মজুমদার, শ্রীলেখা মিত্র, চন্দ্রাবলি রুদ্র দত্ত, দিব্যেন্দু বড়ুয়া, রাতাশ্রী দত্ত, রিচা শর্মা, দেবমাল্য চট্টোপাধ্যায়, সানি রায়-সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিত্ব। দুই দিন ব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে মানুষের বিপুল সারা পেয়ে আপ্লুত দেবযানী ও সুজয়।

আরও পড়ুনঃ কন্যাদান নয়, কন্যামান! বিজ্ঞাপনে এমন বার্তা দিতেই আলিয়া ভাটকে ‘হিন্দুবিরোধী’ তকমা নেটজনতার
দেবযানী চট্টোপাধ্যায় জানালেন, “এত মানুষের সমাদরে আমি সত্যি আপ্লুত। পুজোর আগে একেবারে নতুন কালেকশন নিয়ে আমরা পরব আয়োজন করেছিলাম। কোভিড ভীতি কাটিয়ে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মানুষ যেভাবে এসে এই প্রদর্শনী সফল করে তুললেন তাতে আমি সত্যিই অভিভূত।”
আরও পড়ুনঃ পুজোর পর আসছে ‘অল্প হলেও সত্যি’
অন্যদিকে, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় জানালেন, “আমার গহনার রেঞ্জ-এর মধ্যে দিয়ে আমি আমার শিল্প সত্ত্বা, আমার রুচি মানুষের কাছে পরিবেশনা করি। পরব-এর এই দু’দিন ব্যাপী এই প্রদর্শনীতে মানুষ যেভাবে আমার সিরামিক, মোলটেন ক্লে ওর উডেন গহনাকে গ্রহণীয় মনে করেছেন সেটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। পরবের এই সাফল্যে আমি খুব খুশি হয়েছি।” শুধু তাই নয়, ‘পরব’-এর আরেকটি সিজন নিয়ে আবারও ফিরবেন বলে কথা দিয়েছেন দেবযানী ও সুজয়প্রসাদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584