নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
নারীদিবসের প্রাক্কালেই সামনে এল অর্জুন দত্ত পরিচালিত আসন্ন বাংলা ছবি ‘গুলদাস্তা’র চরিত্রদের নাম। ছবির ট্যাগলাইন- “গল্প একই মুহূর্ত অনেক”।
তিন নারীকে কেন্দ্রে রেখে এগোবে এই ছবির গল্প। তিন নারীর তিনরকমের জীবনযাপন, ক্রাইসিস উঠে আসবে ছবিতে। মূল তিন নারী চরিত্রে রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায়। অর্পিতার চরিত্রের নাম শ্রীরূপা, স্বস্তিকা হলেন ডলি আর দেবযানীর চরিত্রের নাম রেনু।
এ ছাড়াও শ্রীরূপার স্বামী অর্ণবের চরিত্রে রয়েছেন ইশান মজুমদার। রেনুর স্বামী ধ্রুব’র চরিত্রে অভিজিৎ গুহ। রেনুর ছেলে টুকাইয়ের চরিত্রে অনুভব কাঞ্জিলাল।
আরও পড়ুনঃ দুই পারের অনুভব মিশিয়ে আসছে মিউজিক অ্যালবাম ‘অনুভবে’
অর্ণব অর্থাৎ ইশানের সাবর্ডিনেট রিয়ার চরিত্রে অনুরাধা মুখোপাধ্যায়। রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রথম প্রযোজনা এটি। তাই স্বাভাবিকভাবেই ছবিটিকে ঘিরে আশাবাদী দুই প্রযোজক অঙ্কিত দাস এবং সুরেশ তলানি। খুব শীঘ্রই দর্শক দরবারে আসবে এই ছবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584