পথে পথে মেহতাব-দেবজ্যোতির ‘পথবন্ধু’, সাহায্য অসহায়দের

0
84

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

করোনাকালে আমরা সকলেই জীবনের নানা রূপ দেখতে পাচ্ছি। নানা স্তরের মানুষ, নানা দেশের মানুষ এক সরলরেখায় মিলে গেছে। বড় দেশ, ছোট দেশ, ধনী বা দরিদ্র ভেদাভেদ উঠে গিয়ে এই কঠিন সময়ে আমরা সবাই আজ শুধুই মানুষ।

mehatab and debojoyti | newsfront.co

অনেক কিছু হারিয়ে, আমরা অনেক কিছু ফিরেও পেয়েছি। রাজপ্রাসাদের মানুষ আর পথের মানুষের মাঝের দূরত্বটা অনেকটাই কমে এসেছে। হাতে হাত মিলিয়ে আজ সবাই বন্ধু।পথে নেমে পথ খোঁজার, নতুন মানুষের পাশে দাঁড়িয়ে বন্ধু হয়ে ওঠার সময় এটা।

helped people | newsfront.co

বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবজ্যোতি মিশ্র, চিত্রশিল্পী মেহতাব দুজনে মিলে তৈরি করলেন ‘পথবন্ধু’। কিন্তু কী এই পথবন্ধু? দেবজ্যোতি মিশ্র জানালেন- “গ্রামগঞ্জ-মফঃস্বল-শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে কীভাবে যে মানুষ বাঁচছে! আদৌ কি বাঁচছে? বেরিয়েছিলাম আমরা।বহু মানুষ রাস্তায় পড়ে রয়েছে। এতটুকু খাবার নেই, জল নেই।এরা ভিক্ষুক নয়, এরা আসলে মানসিকভাবে প্রকৃতস্থ নন ।খাবার চাইতে পারে ভিখিরিরা। তবে এদের খিদে পেলে চাইতেই ভুলে গিয়েছে।

needy people | newsfront.co

আরও পড়ুনঃ অ্যাঞ্জিওপ্লাস্টির পর অনুরাগের চেহারার অদ্ভুত পরিবর্তন

এই প্যান্ডামিক! এই লকডাউন! চাইবেই বা কার কাছে? চেষ্টা করছি নিজেদের মতো করে ওদের পাশে দাঁড়ানোর। একটা বড় গাড়ি আর খাবার নিয়ে বেরিয়ে পড়ি, গ্রাম-শহর-মফঃস্বল কুলতলী থেকে পার্ক স্ট্রিট। আমরা সব জায়গাতে যাচ্ছি, এই ধরনের যারা মানুষ রয়েছে, তাদের কাছে খাবার পৌঁছে দিতে।কেউ উলঙ্গ, দরকার জামাকাপড়,কারোর হয়নি বহুদিন স্নান, তাদের একটু স্নান করিয়ে জামাকাপড় দেওয়ার চেষ্টা, এই চেষ্টাই করতে পারি!

আরও পড়ুনঃ ‘ইয়াস’ কবলিতদের পাশে নীল-তৃণা

অনেকে বলেন এখন ঘরে থাকার কথা তোমরা এভাবে রাস্তায় কেন? আমরা বলি সবাই যদি ঘরে থাকি তাহলে এই মানুষগুলোর চলবে কী করে? আচ্ছা বলুন তো, আজ যদি ডাক্তারা, নার্স, স্বাস্থ্যকর্মীরা বলেন ঘরে থাকবো, তাহলে আমাদের চিকিৎসা হত কীভাবে? তাই বেরিয়ে পড়েছি এই সমস্ত মানুষের পাশে যতটুকু দাঁড়ানো যায় এই ভেবেই।পথবন্ধুর সাথে যারা দাঁড়াতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here