সৌমিত্র স্মরণে দেবজ্যোতি মিশ্র’র সুরের স্মরণিকা

0
113

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

singer | newsfront.co

সৌমিত্র বিয়োগ আজও মেনে নিতে পারেনি তাঁর অনুরাগীরা৷ তাই গানে, গল্পে, আড্ডায় তাঁকে স্মরণের উদ্যোগ দিকে দিকে।

সম্প্রতি এক স্মরণ সন্ধ্যায় সুরের কোলাজ আঁকলেন শিল্পী দেবজ্যোতি মিশ্র। সঙ্গী হলেন রূপঙ্কর, ইমন, দুর্নিবার সহ আরও বহু বিশিষ্ট শিল্পী। অপুর সংসার, ফেলুদা থিম, রবীন্দ্রসঙ্গীতে বিধির বাঁধন, সলিল চৌধুরীর ‘ও আলোর পথযাত্রী’, ‘জীবনে কী পাবনা’, ‘ও আকাশ সোনা সোনা’ হয়ে পাতালঘর, ময়ূরাক্ষীতে সেই সুরের সফর এসে মেশে। সুরের স্মরণিকায় সৌমিত্র তখন শ্রোতার মনে জীবন্ত।…

singer | newsfront.co

দেবজ্যোতি মিশ্রর সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিচয় লেক টেম্পল রোডের বাড়িতে। সৌমিত্র পুত্র কবি সৌগতের সূত্রে সেই বাড়িতে আসা যাওয়া শুরু হয়। সেই বাড়িতেই প্রথম বার বাখ্ শোনা ও জানা দেবজ্যোতির। পরে কিং লিয়র এর মিউজিক শুনে দেবজ্যোতির ভূয়সী প্রশংসা করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।… এমনই সব কথা উঠে আসছিল দেবজ্যোতির স্মৃতিচারণায় সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে।

আরও পড়ুনঃ ‘মাস্ক’-এর শুটিং শুরু কলকাতায়

new singer | newsfront.co

আরও পড়ুনঃ ‘১৮ তে ৭২’-এর ট্রেলার হাজির

এর অনেক পরে ‘ময়ূরাক্ষী’ ছবিতে সৌমিত্রের নিজের কণ্ঠে একটি গান রেকর্ড করার প্রয়োজনের কথা জানান ছবির পরিচালক অতনু ঘোষ। তাঁর মনে হয়েছিল সৌমিত্র বাবুর স্বকন্ঠে গানটা না থাকলে ব্যাপারটা ঠিক মানাবে না। সেই কথা মতো কাজ শুরু করতে গিয়ে শুরুর দিকে সৌমিত্রের সম্মতি মেলেনি। উনি রাজি ছিলেন না গান গাইতে। পরে অবশ্য গানটা করেন এবং যথেষ্ট কম সময় নিয়েই গানটা রেকর্ড করে ফেলেন। দেবজ্যোতির মতে, সৌমিত্রের সাঙ্গীতিক পরিমণ্ডল অনেকটা ব্যাপ্ত ছিল। বাখ্, বিথোভেন, রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়ের পাশাপাশি আধুনিক গানও তাঁর সুরের সরণীকে আলোকিত করেছে।

দেবজ্যোতি বলেন- “সৌমিত্র বাবুর জার্নি সুরের পথ ধরে এক সন্ধ্যায় পরিবেশন করা খুব একটা সহজ কাজ ছিলনা। আমরা চেষ্টা করেছি ওঁর সাঙ্গীতিক সফরকে গানে, সুরে তুলে ধরতে। সেখানে অপুর থিম থেকে পাতালঘর, ময়ূরাক্ষীর থিমে গলা মিলিয়েছেন সব শিল্পীরা। ছোট্ট চেম্বার অর্কেস্ট্রা সহযোগে এক অন্যরকম সাউন্ডস্কেপ পরিবেশন করলাম সৌমিত্রের স্মরণে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here