সাঁইথিয়ায় বইমেলার উদ্বোধনে নাট্য ব্যক্তিত্ব দেব শংকর

0
124

পিয়ালী দাস, বীরভূমঃ

মঙ্গলবার থেকে শুরু হলো নবমতম বইমেলা বীরভূমের সাঁইথিয়ায়। এদিন বইমেলার উদ্বোধন করেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব দেব শংকর হালদার। তিনি জানিয়েছেন বইমেলা উদ্বোধনের আমন্ত্রণ পেয়ে অত্যন্ত আপ্লুত এবং গর্বিত। বইমেলা উদ্বোধনের পর নাট্যব্যক্তিত্ব দেব শংকর হালদার বলেন বইয়ের মত পরম আত্মীয় অন্য কোন কিছুই হতে পারে না। তাই নিজের, সমাজের, মানন্নোয়নে বই বিলি করার পরামর্শ দেন।

উদ্বোধন। নিজস্ব চিত্র

নবীন ও আগামী প্রজন্মের হাতে সব সময় উপহার হিসেবে একমাত্র বই হল সঠিক উপহার। মস্তিষ্ক ও বিবেকের সচেতনতা এবং সামাজিক বিকাশ ঘটাতে বইয়ের বিকল্প কিছু নেই। তাই সারা দিনে অন্তত প্রত্যেকে ১ ঘন্টা করে বই পড়ুন তাতে শরীর ও মন সুস্থ থাকবে পাশাপাশি কর্মজীবনে একাগ্রতা বাড়বে। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা, পুর প্রধান বিপ্লব দত্ত সহ অন্যান্য অতিথিবৃন্দ।

নিজস্ব চিত্র

পুর প্রধান বিপ্লব দত্ত জানিয়েছেন আগামী ৬ দিন বই মেলা চলবে। বেশ কিছু বড় বড় প্রকাশনা সংস্থা এই বইমেলাতে স্টল দিয়েছে। মোট ৩৫ টি বইয়ের স্টল আছে বইমেলাতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here