‘মহুল’ সাহিত্য পত্রিকার দশক পূর্তির অনুষ্ঠান

0
197

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

দেখতে দেখতে সাহিত্য পত্রিকা মহুল এক দশক পূর্ণ করল। ৯ ডিসেম্বর দাসপুর পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাবে অনুষ্ঠিত হল মহুল আয়োজিত ” নিজের সঙ্গে দেখা”।

Decade Celebration Ceremony of Mahul Patrika
নিজস্ব চিত্র

কবিতাপাঠ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হল এবারের মহুলের নতুন সংখ্যা এবং এলাকা ও এলাকার বাইরের সাহিত্যিক,কবিদের সম্মাননা জ্ঞাপন।মহুল পত্রিকার সম্পাদক কেশব মেট্যা জানান, অনুষ্ঠানে আগত কবি,সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের প্রত্যেককে অভ্যর্থনা জানানো হয় গাঁদাফুল দিয়ে।অনুষ্ঠান কক্ষ সাজানো হয়েছিল মাটির ঘট, আমসার,মাটির ঘোড়া দিয়ে।হাতে তৈরি আসন পাতা ছিল।
রাঢ় বাংলার একচিলতে গন্ধ পাওয়া গেল আজকের অনুষ্ঠানে। বাঁশির সুর দিয়ে অনুষ্ঠানের শুরু তারপর কবিতাপাঠ।প্রকাশিত হয় মহুল এর বিশেষ সংখ্যা “রাঢ় বাংলার কবি ও কবিতা “। উপেক্ষিত ধর্মমঙ্গল নিয়ে বলেন লোকসংস্কৃতি গবেষক উমাশংকর নিয়োগী। প্রায় ষাট জন কবি কবিতা পাঠ করেন। মেদিনীপুর হলদিয়া তমলুক চন্দ্রকোনা পাঁশকুড়া খড়গপুর মেচেদা দাসপুর থেকে কবিরা এসেছিলেন এই শীতের দুপুরে।

Decade Celebration Ceremony of Mahul Patrika
নিজস্ব চিত্র

এদিন মহুল এর পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয় লোকসংস্কৃতি ও আঞ্চলিক ইতিহাস গবেষক দেবাশিস ভট্টাচার্যকে।তাঁর হাতে তুলে দেওয়া হয় বাঁকুড়ার কাঁসার থালা ও একগুচ্ছ রক্তকরবী। মহুল এর এই আয়োজনে সকলেই মুগ্ধ।রাঢ় বাংলার শেকড়ের গন্ধে সত্যিই নিজের সঙ্গে দেখা হয়ে গেল সবার।

আরও পড়ুন: ক্যানিং এ দুষ্কৃতীদের গুলিতে নিহত তৃণমূল কর্মী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here