রেলগেট বন্ধের সিদ্ধান্ত,চালু রাখার দাবি স্থানীয়দের

0
113

সুদীপ পাল,বর্ধমানঃ

rail gate | newsfront.co
ছবিঃপ্রতীকী

কাঁকসা থানার পানাগড় গ্রামের রেলগেট ক্রসিং দিয়ে পারাপার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। পানাগড় নাগরিক মঞ্চের পক্ষ থেকে এই রেল ক্রসিং দিয়ে যাতায়াত স্বাভাবিক রাখতে বর্ধমান দুর্গাপুরের সংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া কাছে আবেদন করা হয়।

rail gate | newsfront.co
স্মারকলিপি।ছবিঃপ্রতিবেদক
rail gate | newsfront.co
স্মারকলিপি।ছবিঃপ্রতিবেদক

নাগরিক মঞ্চের অন্যতম সদস্য প্রকাশ দাস বলেন, দক্ষিণ দিকে দীর্ঘদিনের পুরনো এলসি ১০৫ নম্বর গেট রেল কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পুরনো রেলগেট ব্যবহারের বিকল্প হিসেবে তুলে ধরা হচ্ছে প্রয়াগপুরের রেল গেট। কিন্তু বিকল্প পথ ব্যবহার করতে গেলে প্রায় তিন থেকে চার কিলোমিটার ঘুর পথে যেতে হবে বাসিন্দাদের। চাষের জমি এবং গ্রামে যাওয়ার ক্ষেত্রে দুর্ভোগের শিকার হবেন গ্রামবাসীরা। গ্রামবাসীরাও স্বাক্ষর করেছেন আবেদনপত্রে। সেই স্বাক্ষর সম্বলিত আবেদনপত্রটি সাংসদের কাছে পৌঁছানো হয়েছে।

আরও পড়ুনঃ জালনোট-সহ মালদহে ধৃত পাঞ্জাবের বাসিন্দা

চাষীদের বক্তব্য,প্রয়াগপুরের রেল গেট দিয়ে যেতে হলে অনেকটা ঘুরপথ হয়ে যাচ্ছে। তাছাড়া পুরনো রেল গেট দিয়ে যেরকম সরাসরি জমিতে যাওয়া যেত গ্রাম থেকে, সেটি আর হবে না। রেল কর্তৃপক্ষ বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here