নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুরঃ
চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মিদের দায়িত্বজ্ঞানহীনতা জন্য মৃত্যু হল এক ব্যাক্তি।জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ইসলামপুর হাসপাতাল সুপারের কাছে ঘটনার পূর্নাঙ্গ রিপোর্ট তলব করেছেন।জানা গেছে,গতকাল রাতে ইসলামপুর পুলিশ নৈশ টহলদারির সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ৩১ নাম্বার জাতীয় সড়ক কলেজ মোড়ের কাছে দেখতে পেয়ে এম্বুলেন্সে করে তাকে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালে জরুরী বিভাগের সামনে তাকে ট্রলিতেই স্যালাইন দেওয়া হয়।জরুরী বিভাগের কর্তব্যরত নার্সিংস্টাফ বা স্বাস্থ্যকর্মিরা ওয়ার্ডে নিয়ে যায়।আহত ব্যক্তির কোন আত্মীয় পরিজন না থাকায় ট্রলি থেকে মাটিতে পড়ে যায়।এপর প্রায় কয়েক ঘন্টা মাটিতেই পড়ে থাকে।বিষয়টি নিয়ে হইচই শুরু হয়।মাটিতে পড়ে থাকা অবস্থায় চিকিৎসা করা হয়।অধিক রাতে তার মৃত্যু হয়।জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা জানিয়েছেন,কর্তব্য গাফিলতির জন্য জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক কৃষ্ণেন্দু হালদারকে হাসপাতাল থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584