পুরুলিয়ার বরাবাজারে উদ্ধার চিকিৎসকের পচাগলা মৃতদেহ, তদন্তে পুলিশ

0
113

মোহনা বিশ্বাস, পুরুলিয়াঃ

পুরুলিয়ার বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টার থেকে এক চিকিৎসকের পচাগলা দেহ উদ্ধার করলো বরাবাজার থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তালা ভেঙে উদ্ধার করা হয় ওই চিকিৎসকের পচা গলা দেহ। মৃত চিকিৎসকের নাম সুচিত্রা সিংহ, বয়স ৩৮। বরাবাজার ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন ডাঃ সুচিত্রা সিংহ।

Doctor Suchitra Singh
সুচিত্রা সিংহ, মৃত চিকিৎসক। ছবি সৌজন্যে: ফেসবুক

মানবাজারের মহকুমা পুলিশ আধিকারিক রাহুল পান্ডে জানান, “হাসপাতালের কোয়ার্টার থেকে এদিন বাইরে দুর্গন্ধ ছড়াচ্ছিল। হাসপাতাল কর্মীদের এবং সাধারণ মানুষের বিষয়টিতে সন্দেহ হয়। তারা বিষয়টি পুলিসকে জানায়। তারপরই মহিলা চিকিৎসকের ঘরের তালা ভেঙে পুলিশ ভেতরে ঢোকে। সেখান থেকে বেডশিটে মোড়া অবস্থায় ডাঃ সুচিত্রা সিংহের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ।”

আরও পড়ুনঃ সাসপেন্ড হওয়া অধ্যাপককে শোকজ করল বিশ্বভারতী, ৩ দিনের মধ্যে দিতে হবে জবাব

পুলিশের প্রাথমিক অনুমান, দিন তিনেক আগেই মৃত্যু হয়েছে সুচিত্রাদেবীর। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। সুচিত্রা সিংহের এই রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বরাবাজার থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here