নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
১৭ তম আলিপুরদুয়ার জেলা ডেকরেটর্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের এই দাবিতে সরব হলেন ডেকরেটর্স শিল্পীরা। বকেয়া না মেটালে আর দুর্গা পুজার প্যান্ডেল নয়। কোন ডেকরেটর্স কর্তৃপক্ষই সেই কমিটির পুজোর প্যান্ডেল তৈরি করবে না।
গতকাল আলিপুরদুয়ার পুরসভার প্রেক্ষাগৃহে আলিপুরদুয়ার জেলা ডেকোরেটর্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ১৭ তম জেলা সম্মেলন হয়। এই সম্মেলনে রাস্তায় পুলিশি জুলুমবাজি নিয়েও সরব হয়েছেন ডেকরেটর্স শিল্পীরা।
রাস্তায় বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ ও পুলিশের চাঁদা নিয়েও তারা সরব হয়েছেন তারা।
আলিপুরদুয়ার জেলা ডেকরেটর্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক ইন্দ্রজিৎ মজুমদার (ইনু) বলেন,“ আমরা বাইরে কাজ করতে গেলে লরিতে করে আমাদের মালপত্র পাঠাতে হয়। অথচ সেই লরি আটক করে পুলিশ ও স্থানীয় মস্তানরা তোলা আদায় করে। এই ঘটনা আর কতদিন চলবে। এই জুলুমবাজি বন্ধ করতে হবে। এছাড়া অনেক ক্লাব কর্তৃপক্ষ চুক্তিমতো আমাদের টাকা মিটিয়ে দেন না। আমরা সিদ্ধান্ত নিয়েছি কোন ক্লাবের টাকা বকেয়া থাকলে ওই ক্লাব কর্তৃপক্ষের পুজোর প্যান্ডেল কেউ তৈরি করবে না।”
আরও পড়ুনঃ ফালাকাটায় আরএসপি এর উদ্যোগে বিডিওকে ডেপুটেশন
ঝা চকচকে পুজোর প্যান্ডেল যারা করেন তাদের দুর্দশার বিষয়টি নিয়ে এদিন সম্মেলনে অনেক ডেকরেটর্স শিল্পীরাই সরব হয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584