শিয়রে ভোট,কমল পেট্রোল ডিজেলের মূল্য

0
98

ওয়েব ডেস্ক,নিউজফ্রন্টঃ

পেট্রোল ও ডিজেলের দাম কমাল কেন্দ্রীয় সরকার।শুধু তাই নয় রাজ‍্য গুলোকেও কমানোর অনুরোধ করল।আজ বৃহস্পতিবার
পেট্রল-ডিজেলে আড়াই টাকা কমিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেন।

অরুণ জেটলি বলেন কেন্দ্রীয় সরকার লিটার প্রতি দেড় টাকা করে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে এবং বাকি এক টাকা কামাচ্ছে
তেল সংস্থাগুলি।অর্থাৎ মোট
আড়াই টাকা করে কমছে।
তবে তিন রাজ‍্যে আসন্ন নির্বাচনকে লক্ষ্য রেখেই এই তেলের দাম কমল বলে সাধারণ মত।

একই সঙ্গে জেটলি রাজ‍্যগুলোকেও তেলের দাম কমানোর অনুরোধ করে বলেন,” আমি নিশ্চিতভাবে বলছি, রাজ্যগুলিও এবার জ্বালানি তেলের মূল্যের ব্যাপারে পজেটিভ ব্যবস্থা গ্রহণ করবে।” অর্থাৎ,রাজ্যগুলিকেও কেন্দ্রের পথ অনুসরণ করে জ্বালানি তেলের ওপরে চাপানো করকে কমানোর জন্য অনুরোধ করেন।

সাড়াও মিলেছে দু রাজ‍্যের , কিন্তু দুটোই বিজেপি শাষিত- গুজরাট ও মহারাষ্ট্র। এখন দেখার বিষয় এই যে বাকি রাজ‍্যগুলো কি করে।

আরও পড়ুনঃ দারিভিট কাণ্ড নিয়ে রাজ্য পুলিশের ডিজির গুরুত্বপূর্ন বৈঠক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here