ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
গত ২৪ ঘন্টায় ২২২৮ মৃত্যুর রেকর্ডে দিশেহারা আমেরিকা। তবুও হুমকিকে সত্যি করে দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) সংক্ষেপে ‘হু’কে আর্থিক অনুদান বন্ধ করলেন তিনি। অন্যদিকে প্রতিক্রিয়ায় সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ (United Nations)-এর সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস মন্তব্য করেন যে ‘হু’ বা অন্য যে কোন সংগঠন যারা এখন করোনা বিশ্ব মহামারির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে তাদেরকে অনুদান বন্ধ করার ‘এটা সঠিক সময় নয়’।
'Not the time to reduce the resources' of World Health Organisation (WHO), reports AFP news agency quoting UN chief.
— ANI (@ANI) April 15, 2020
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের এক সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন যে তিনি তার প্রশাসনকে ‘হু’কে দেওয়া আর্থিক অনুদান স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তাঁর অভিযোগ কভিড১৯ মোকাবেলায় ‘হু’ পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় ‘হু’কে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট একাধিকবার অভিযোগ করেছেন যে চিনের সঙ্গে হাত মিলিয়ে করোনা ভাইরাসের ব্যাপারে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে ‘হু’, না হলে এই পরিস্থিতি দাঁড়াতো না।
উল্লেখ্য মঙ্গলবার পর্যন্ত আমেরিকায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ২৫ হাজারের বেশি মানুষের। তারমধ্যে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ২২২৮ জন, যা একদিনের মৃত্যুতে সারা বিশ্বে রেকর্ড।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584