জলস্তর কমছে, চিন্তায় বর্ধমান

0
49

সুদীপ পাল,বর্ধমানঃ

জলের স্তর ক্রমশ কমে যাচ্ছে। সাবমারসিবল পাম্প এখন পাড়ায় পাড়ায়। সম্প্রতি স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিরেক্টর বা সুইড-এর সমীক্ষায় দেখা যাচ্ছে বর্ধমান শহরে যেভাবে জল স্তর কমে যাচ্ছে এখনই সচেতন না হলে ভুগতে হবে শহরবাসীকে।

decreased water levels | newsfront.co
ছবিঃপ্রতীকী

ইতিমধ্যেই শহরের ইছালাবাদ কিংবা জেলাশাসকের বাংলোর কাছে বসবাসকারী বাসিন্দারা জলকষ্টের ভোগান্তি টের পাচ্ছেন। পাম্প চালিয়েও ভূগর্ভ থেকে জল মিলছে না।

সমীক্ষা অনুযায়ী বর্ধমান শহরের ৩৫টি ওয়ার্ডের মধ্যে ২৬টিতে জলস্তর নিম্নগামী। লক্ষ্মীপুর, বাজেপ্রতাপপুর, কালিবাজার এলাকায় তা বেশ কম। গত এপ্রিলের পরীক্ষায় দেখা যায় বর্ধমান শহরের বেশ কয়েকটি নলকূপের জলস্তর রয়েছে ২০ মিটারের নিচে। সমীক্ষা অনুযায়ী প্রায় ২ মিটারের কাছাকাছি জলস্তর গত কয়েক বছরে বর্ধমান শহরে কমে গেছে। পুরসভার নিজেস্ব নথিতে পর্যাপ্ত বৃষ্টিপাতের পরেও জলস্তর কমছে বলে উল্লেখ থাকলেও এতদিন পুরসভা কিংবা জেলা প্রশাসন কেউই ততটা আমল দেননি। বহুতলগুলিতে অবাধে সাবমারসিবল পাম্প দিয়ে ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে। তার কারণেই কি জল স্তর কমে যাচ্ছে প্রশ্ন তুলছেন অনেকেই।

সুইডের নিয়ম অনুযায়ী, বহুতল বাড়িতে সাবমারসিবল বসাতে অনুমোদন দেওয়া বাধ্যতামূলক। বর্ধমান শহরে গত কয়েক বছরে ৩১টি আবেদন জমা পড়েছে। তার মধ্যে ২৯জনকে জল তোলার অনুমতি দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার পুরসভা

সুইডের কর্তা সুজিত প্রামানিক বলেন, বহুতলগুলিতে বৃষ্টির জল সংরক্ষণ করা বাধ্যতামূলক করার জন্য পুরসভাকে প্রস্তাব দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here