সুদীপ পাল,বর্ধমানঃ
এবারের লোকসভা ভোটে অন্যতম যে কেন্দ্রটির দিকে নজর ছিল মানুষের তা হল আসানসোল। মূলত দুই তারকা প্রার্থীর মধ্যেই লড়াই ছিল এখানে। বিজেপির প্রতিনিধিত্ব করেছেন আগেরবারের জয়ী প্রার্থী বাবুল সুপ্রিয়। তৃণমূলের প্রতিনিধিত্ব করেছেন অভিনেত্রী মুনমুন সেন৷ ২৯ এপ্রিল এই কেন্দ্রে ভোট মিটে যাওয়ার পর শহরের শাড়ির দোকান থেকে শাড়ি কিনেছিলেন।
আজকের দিনের জন্য আলাদা করে কয়েকটি শাড়ি বেছে রেখেছিলেন। তিনি আশাবাদী ছিলেন তিনি জয়ী হচ্ছেন। তাই শাড়িও আলাদা করে রাখা ছিল। কিন্তু বেলা যত বেড়েছে গণনার ক্ষেত্রে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। বর্তমানে গণনার নিরিখে যা ব্যবধান তাতে আসানসোল থেকে জয়লাভ করছেন বাবুল সুপ্রিয় এমনটাই বলা যায়। বিজেপি কর্মী সমর্থকরা কটাক্ষ করে বলছেন, নতুন শাড়ি আর পড়া হলো না মুনমুনের।
আরও পড়ুনঃ বালুরঘাটে তৃণমূল বিজেপি সংঘর্ষ
বাঁকুড়াতে কবর খুঁড়ে এসেছেন তাতে পড়েছেন সুব্রত।আসানসোলেও নিজে হারলেন অর্থাৎ বাঁকুড়ায় হারিয়েছেন,আসানসোলে হেরেছেন।বাবুল সুপ্রিয় কটাক্ষ করে বলেছেন,আজকের দিনে সকাল সকাল বেডটি মুনমুন সেন পেয়েছেন তা দেখে তিনি খুশি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584