মনিরুল হক,কোচবিহারঃ
জলনিকাশি ব্যবস্থার সুষ্ঠু ব্যবস্থার দাবিতে প্রশাসনিক কর্তাদের দ্বারস্থ হলেন চাকীর মোড় সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দারা।শুক্রবার দুপুরে কোচবিহার জেলা শাসককরনে স্থানীয় লোকজন কোচবিহারের জেলাশাসক,ভুমি সংস্কার দপ্তরের আধিকারিক পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করে একটি স্মারকলিপি দেয় এলাকার নাগরিকেরা।
তাদের অভিযোগ,এলাকায় পূর্ত দপ্তরের পক্ষ থেকে যে কালভার্ট নির্মান করা হচ্ছে তা অতি নিম্নমানের।এখানে ছোট হিউম পাইপ দিয়ে কাজ করা হচ্ছে,যা এলাকার নিকাশি ব্যবস্থাকে আরও দুর্বিষহ করে তুলবে বলে আশঙ্কা করছে এলাকার নাগরিকেরা।এখানে মোট ছয়টি পথের গলি রয়েছে।বর্ষার সময় এলাকার সব জল ঐ পথ দিয়েই বাহিত হয়। রাস্তাটি যেহেতু জাতীয় সড়কের অন্তর্ভুক্ত সেজন্য এখানে বড় পাকা কালভার্ট তৈরির দাবি জানায় তাঁরা। তাদের দাবি ছোট ছোট হিউম পাইপ দিয়ে নয়, এখানে বড় পাকা কালভার্ট নির্মান করতে হবে। অন্যথায় তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন।
আরও পড়ুনঃ কর্মীদের অসন্তোষ কর্মবিরতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে
স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে মৃণাল কান্তি চক্রবর্তী বলেন,‘গুরুত্বপূর্ণ ঐ পথে পিডাব্লিউডি যে কাজ করছে তা সঠিক নয়।এতে সমস্যা আরও বৃদ্ধি পাবে,কারন গোটা শহরের জল এই পথ দিয়েই বয়ে যায়। সেখানে ছোট ছোট হিউম পাইপ দিলে সমস্যা আরও বৃদ্ধি পাবে।আবর্জনা স্তূপ সেখানে আটকে গিয়ে নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হবে। তাই আমরা চাই সেখানে বড় কালভার্ট তৈরি করা হোক।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584