করোনা আবহে ফের স্থগিত সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভার ভোটগ্রহণ

0
105

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

এবার করোনা আবহে ফের স্থগিত রাখা হল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভার ভোটগ্রহণ। এ বিষয়ে ভোটের পরবর্তী সূচি নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে পরে ঘোষণা করবে বলে জানিয়েছে।

কমিশন সূত্রে আরও জানা গেছে রাজ্যের এই দুই কেন্দ্রে আগামীকাল থেকে মডেল কোড অফ কন্ডাক্ট আর কার্যকর থাকবে না।

গত ২৬ এপ্রিল মুর্শিদাবাদের ১১টি বিধানসভায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণে সামশেরগঞ্জ বিধানসভার জাতীয় কংগ্রেস প্রার্থী রেজাউল হক এবং জঙ্গিপুর বিধানসভার আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর মৃত্যু হয়। ফলত, ওই দুই আসনের ভোট প্রথমবারের জন্য স্থগিত হয়ে যায়। এরপর কমিশনের তরফে জানানো হয়, ১৩মে ওই কেন্দ্রে ভোটগ্রহণ হবে কিন্তু সেইদিন ঈদ উৎসবের সম্ভাবনা থাকায় ওই দুই আসনে নতুন ভোটের দিন ১৬মে করা হয়।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here