মনিরুল হক, কোচবিহারঃ
কয়েকদিন আগে দিনহাটায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বাড়ির সামন থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল সিআইডির বম্ব স্কোয়াডের কর্মীরা। আজ দিনহাটার কৃষি মেলায় উদ্ধার হওয়া দুটি বোম নিষ্ক্রিয় করে বম্বস্কোয়াড।এদিন বোম নিষ্ক্রিয় করাকে কেন্দ্র করে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছিল।কৃষিমেলা চত্বরে দমকলের ইঞ্জিন রাখা হয়েছিল। দিনহাটার পুলিশ আধিকারিক উমেশ জি খণ্ডয়াল, দিনহাটা থানার আই.সি সঞ্জয় দত্ত, সিআইডির আধিকারিকসহ অন্যান্য পুলিশ অফিসাররা সেখানে উপস্থিত ছিলেন। জানা গেছে, কিছুদিন আগে দিনহাটা ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নুর আলম হোসেনের বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে দিনাহাটা থানার পুলিশ। এদিন দিনহাটা পুলিশের উদ্যোগে বম্ব স্কোয়াডের কর্মীরা উদ্ধার হওয়া বোমদুটি নিষ্ক্রিয় করে।
দিনহাটার এসডিপিও উমেশ জি খান্ডোয়াল বলেন, আমরা বেশ কিছুদিন আগে দুটি বোম উদ্ধার করে। এদিন দিনহাটা পুলিশের উদ্যোগে সেই বোমা দুটি নিষ্ক্রিয় করার জন্য সিআইডির বম্ব স্কোয়াডের কর্মীদের নিয়ে আসা হয়। আজ দিনহাটার কৃষি মেলায় মাঠে বোম দুটি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াডের কর্মীরা।এদিন বোম নিষ্ক্রিয় করাকে কেন্দ্র করে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, ২৯ জুলাই মাওবাদী কায়দায় পোষ্টার দিয়ে তৃণমূল কংগ্রেসের ১ নম্বর ব্লক সভাপতি নূর আলম হোসেনের বাড়ির সামন থেকে ওই পোষ্টারও বোমা উদ্ধার হয়। পোস্টারে ব্লক সভাপতির নাম ধরে উল্লেখ করা হয়েছে, “এখনও সময় আছে মাদার ত্যাগ করে যুবতে চলে আয়।এটা নমুনা মাত্র না হলে পরিবারের অসুবিধা হবে। পরে তোর কোন নেতা বা পুলিশ বাবাও বাঁচাতে পারবে না। দাদা মনে করলে পুলিশ শালাদের ছিন্ন ভিন্ন করে দিতে পারে। ভালো করে ভেবে দেখ পাঁচদিনের মধ্যেই মতামত জানাবি। আর হ্যাঁ পুলিশকে বল আমাদের লোক গুলোকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেয়। এতে তোর মঙ্গল হবে। এটা নিয়ে হই হট্টোগোল করার চেষ্টা করিস না। সাবধান…।”এমন ঘটনার প্রকাশ্যে আসতেই দিনহাটার পুলিশ প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।দিনহাটার এসডিপিও উমেশ জি খান্ডোয়াল বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে ওই পোস্টার ও দুটি বোমা উদ্ধার করে নিয়ে আসেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584