শ্যামল রায়,কালনাঃ
মঙ্গলবার কালনা মহকুমা সুপার স্পেশালিস্ট হাসপাতাল পরিদর্শন করে গেলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধিদল।প্রতিনিধি দলে ছিলেন একজন বিশিষ্ট চিকিৎসক।হাসপাতালে সুপার কৃষ্ণচন্দ্র বড়াই দাবি করেছেন যে প্রতিনিধিদলটি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিভিন্ন মেনটেনেন্স বিষয়ে ক্ষতিয়ে দেখে ভীষণ ভাবে খুশি।তিনি আরো জানিয়েছেন যে হাসপাতালে সার্বিক মূল্যায়ন এবং ক্ষতিয়ে দেখে নাম্বার দেওয়া হবে,সেই নম্বরের উপর ভিত্তি করেই আগামী দিন হাসপাতালে পরিকাঠামোর এবং সার্বিকভাবে ভালো কাজ করার জন্য অর্থ বরাদ্দ করবে।তার জন্যই হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিদল।ইতিমধ্যে কালনা মহকুমা হাসপাতাল ৩২৫ বেড থেকে বেড়ে হয়েছে ৫২৫ বেড।এছাড়াও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি হাসপাতাল সুপারের।এটি রেফারহীন হাসপাতালে পরিণত হয়েছে ইতিমধ্যেই।বর্তমানে দু-একজন বিশেষজ্ঞ চিকিৎসক পেলেই একটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতালের রূপ পাবে এমনটাই দাবি করেছেন হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই।
তিনি আরো জানিয়েছেন যে রাজ্য সরকারের সুশ্রী প্রকল্পে এই প্রতিনিধি দল কিভাবে হাসপাতালের উন্নতিতে আরও সাহায্য করা যায় তার জন্যই হাসপাতাল পরিদর্শন।পরিদর্শন শেষে হাসপাতালের সফলতার জায়গা ভালো হলেই বরাদ্দ করা হবে আরও আর্থিক সাহায্য।আর্থিক সাহায্য পেলেই হাসপাতালে যথেষ্ট উন্নত পরিষেবা দিতে বিভিন্ন রকম সরঞ্জাম এর পাশাপাশি বাড়ানো হবে পরিকাঠামো।নদীয়া বর্ধমান হুগলি থেকে প্রচুর রোগী এই হাসপাতালে আসেন তাদের পরিষেবা দেওয়ার কাজ আরও সহজতর হয়ে উঠবে।হাসপাতাল সুপারের দাবি বর্তমানে এই হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিয়ে কোন রকম অভিযোগ নেই রোগী এবং তাদের আত্মীয়দের। ব্লাড ব্যাংকে নিয়মিত রক্ত পাওয়া যায় এছাড়াও আউটডোরে আসা চিকিৎসকরা নিয়মিতভাবে ঠিক সময়ে বসছেন এবং স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছেন।তাই ইতিমধ্যেই কালনা মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার মান যথেষ্ট উন্নত,তাই পরিষেবা নিয়ে কোন অভিযোগ নেই। তবে প্রতিনিধি দলে কারা এসেছিলেন এ সম্পর্কে জানানো যাবে না বলে জানিয়ে দেয়া হয়েছে প্রতিনিধিদের তরফ থেকে।
আরও পড়ুনঃ বেলদাবাসীর দাবি দমকল স্টেশন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584