নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা অতিমারী পরিস্থিতিতেও বেতন পরিকাঠামো সহ ২৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেলেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ নার্সরা। যার জেরে বিপাকে পড়লেন সেখানকার রোগীরা।
দিল্লিতে ইতিমধ্যে ৬ লক্ষেরও বেশি কোভিডে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মৃত্যু হয়েছে ১০ হাজারেরও বেশি। এই আবহে রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠানে নার্সদের কর্মবিরতিতে কোভিড রোগীদের পরিষেবা কার্যত ধাক্কা খাবে বলেই মনে করছে মন্ত্রকের একাংশ।
আরও পড়ুনঃ কৃষকদের সমস্যার সমাধান না হলে অনশনে বসবেন আন্না হাজারে
দেশের অন্যতম প্রতিষ্ঠিত এই স্বাস্থ্য প্রতিষ্ঠানের ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া কোভিড পরিস্থিতিতে কর্মবিরতি প্রত্যাহার করার অনুরোধ করেছেন। দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসবেন বলেও আশ্বাস দিয়েছেন। তবে স্বাস্থ্যমন্ত্রক এই ঘটনায় কড়া অবস্থান নিয়েছে।
আরও পড়ুনঃ কৃষকরা যখন বিষ পান করছেন, তখন কারও মাথা ব্যথা হয় না- দিলজিৎ
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ দিল্লি হাইকোর্টের ২০০২ সালের একটি রায় এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনকে সামনে রেখে এইমসের ডিরেক্টরকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অমান্য করে এভাবে কর্মবিরতি চালিয়ে গেলে প্রয়োজনে চাকরি থেকে বরখাস্তও করা হতে পারে বলে জানিয়েছেন এইমসের মিডিয়া কোঅর্ডিনেটর বিশ্বনাথ আচার্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584