নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সমাজকর্মী ও জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের জামিন আজ মঞ্জুর করলো দিল্লি আদালত। অক্টোবর মাসে দিল্লি রায়ট কেসে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। ইউএপিএ ধারায় পুলিশ গ্রেপ্তার করে তাঁকে। গত বছর ২৪ ফেব্রুয়ারি দিল্লি দাঙ্গায় প্রায় ৫০ জনের মৃত্যু হয় জখম হন ২০০ জন।
এছাড়াও তিনি সিএএ বিরোধী প্রচারে যান মধ্য প্রদেশ, রাজস্থান, বিহারে ও মহারাষ্ট্রে। সেখানে উস্কানিমূলক বক্তব্যে কারণেও অভিযোগ ওঠে তাঁর নামে। শাহীনবাগ ও সিএএ বিরোধী উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ আসে উমর খালিদের নামে।
আরও পড়ুনঃ বিতর্কিত মন্তব্যের জের! দিলীপ ঘোষকে ২৪ ঘন্টার জন্য নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি কমিশনের
বহুবার জামিন নামঞ্জুর হওয়ার পর আজ দিল্লি আদালত জামিন দিল তাঁকে। আদালত নির্দেশ দিয়েছে সাম্প্রতিক কোভিড পরিস্থিতির কারণে ছাড়া পাওয়ার আগে তাঁর ফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584