নির্ভয়া ধর্ষণকাণ্ডের অভিযুক্তদের মৃত্যুদণ্ডের আদেশ দিল আদালত

0
82

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

জানুয়ারি ২২ এ আদালত নির্ভয়া ধর্ষণ কাণ্ডে জড়িত চার অভিযুক্তের ফাঁসির সাজা দিয়েছে। চার অভিযুক্ত- মুকেশ সিংহ, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং অক্ষয় সিংহকে ভিডিও কনফারেন্সিং -এর মাধ্যমে এই আদেশের কথা জানানো হয়েছে।

delhi court issues death warrant of four convict in nirbhaya case | newsfront.co
চিত্র সৌজন্যঃ লাইভ ল ইন

পাতিয়ালা হাউস আদালতের অতিরিক্ত সেশনের বিচারপতি সতিশ শাহ, অভিযুক্তদের ফাঁসির বিষয়টি বিবেচনা করে দেখেছিলেন। ডিসেম্বর ২০১৮ তে নির্ভয়ার মা-বাবা পাতিয়ালা হাউস আদালতে গিয়েছিলেন ইন্সাফের জন্য।

আরও পড়ুনঃ সোলেইমানির শেষযাত্রায় পদপিষ্ট হয়ে মৃত ৩৫

এদিকে অ্যাডভোকেট এমএল শর্মা মুকেশের কেস আদালতে উপস্থাপনার আগে আদালত তাকে একটি ওকালতনামা পূরণ করতে বলেন, যেখানে আদালত তাকে জানায় তিনি মুকেশের কেসটি উপস্থাপনা করবেন।

এদিকে অসুস্থতার দোহাই দিয়ে এম এল শর্মা বলেন তিনি একইসাথে অক্ষয়ের কেসটিও উপস্থাপনা করতে চান, কারণ সেটার ওকালতনামা তিনি আগেই পূরণ করেছেন।

আরও পড়ুনঃ এলাকার কন্যা ঐশীর পাশে দুর্গাপুর

বৃন্দা গ্রোভার, এই কেসের আরেকজন আইনজীবী কোর্টকে জানায়, জেলে অভিযুক্তদের সাথে তিনি কথা বলেছিলেন। তাদের থেকে জানা যায়, এই কেস সংক্রান্ত কিউরেটিভ পেটিশন এখনও সম্পন্ন হয়নি।

পাশাপাশি জেলের কর্মকর্তারা অভিযুক্তদের এই বিষয়ে সম্পূর্ণ তথ্য প্রদান করেনি, যে কারণে এখনও কিউরেটিভ পেটিশন সংক্রান্ত আবেদনপত্র পূরণ সম্পন্ন করা যায়নি।

তবে এতকিছু শুনে আদালতের প্রসিকিউটররা জানায়, অভিযুক্তদের সেকশন ৪১৩ অনুসারে, দোষী সাব্যস্ত করা হয়েছ এবং মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here