আফগানিস্তানে কোনো বাঙালি আটক রয়েছেন কিনা খোঁজের নির্দেশ নবান্নের

0
49

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:নিজস্ব চিত্র

তালিবানের দখলে আফগানিস্তান। সেখানে কোথাও কোনও বাঙালি আটকে রয়েছেন কিনা, তা জানতে এবার তৎপর হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও। নবান্নের তরফে সমস্ত জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে সে বিষয়ে খোঁজ নিতে।

আফগানিস্তানে বাংলার কেউ সঙ্কটে পড়েছেন কিনা, আটকে রয়েছেন কিনা জেলাশাসকরা যেন তা জানার চেষ্টা করেন, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। আর যদি এমন কোন ব্যক্তির খোঁজ মেলে সেক্ষেত্রে সেই ব্যক্তি নাম ও ঠিকানা সংগ্রহ করে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে নবান্ন। তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত পর্যন্ত শেষ পাওয়া খবরে কাবুলে এই রাজ্যের কারোর আটকে থাকার খবর পাওয়া যায়নি।

আফগানিস্তানে আটকে পড়া সমস্ত ভারতীয়কে নিরাপদে দেশে ফেরাতে তৎপর কেন্দ্র। তাই রাজ্যগুলি থেকেও তথ্য পেলে দেশে ফেরানোর কাজ আরও দ্রুত করা সম্ভব হবে। সেকারণেই নবান্নের নির্দেশ বাংলার কোনও ব্যক্তি কাবুলে আটকে থাকার কোন তথ্য যদি তাঁর পরিবারের তরফে থানায় জানানো হয় তাহলে যেন দ্রুত পদক্ষেপ করা হয় স্থানীয় প্রশাসনের তরফে। সেক্ষেত্রে সেই ব্যক্তির নাম ঠিকানা-সহ বিস্তারিত তথ্য দিল্লিতে জানানো হবে।

এছাড়াও নবান্নের তরফে বলা হয়েছে যদি বাংলাতেও কোন আফগান থাকেন, তাঁদের নিরাপত্তা ও সুবিধা-অসুবিধার দিকে নজর রাখতে হবে স্থানীয় প্রশাসনকে। কারণ ব্যবসায়িক সূত্রে কলকাতা শহরেও বহু আফগান নাগরিক বসবাস করেন। তবে দেশে থাকা পরিবারের কথা নিরাপত্তার কথা ভেবে তাঁরা আতঙ্কিত। এই পরিস্থিতিতে তাঁদের যদি কোনও সাহায্যের প্রয়োজন হয়, সে ব্যাপারে প্রশাসনকে তৎপর থাকার নির্দেশ দিয়েছে নবান্ন।
ইতিমধ্যেই আফগানিস্তান থেকে বায়ুসেনার বিমানে দেশে ফিরেছেন ভারতের ১২০ জন আধিকারিক। কর্মসূত্রে আফগানিস্তানে গিয়ে কেউ আটকে পড়েছেন কিনা, তা সংশ্লিষ্ট রাজ্যের সরকারের কাছে জানতে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সব মিলিয়ে নবান্নও তৎপর গোটা বিষয়টি সম্পর্কে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here