হায়দ্রাবাদকে সহজে হারিয়ে দিল দিল্লি

0
35

কবির হোসেন, স্পোর্টস ডেস্ক:

দিল্লি ক্যাপিটালস আট উইকেটে হারিয়ে দিল সানরাইজার হায়দ্রাবাদকে।

বুধবার দুবাই ইন্টারন্যাশনাল গ্রাউন্ড টক্সিসিটি সানরাইজ হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ওভারেই ওয়ার্নারকে হারিয়ে চাপে পড়ে যায় সানরাইজার এবং একের পর এক উইকেট হারাতে থাকে। ঋদ্ধিমান সাহা(১৮) মনিশ পান্ডে(১৭) কেন উইলিয়ামসন(১৮) রা বড় পার্টনারশিপ তৈরি করতে ব্যর্থ হন। আব্দুস সামাদ(২৮) ও রশিদ খান (২২)চালিয়ে খেলে হায়দ্রাবাদ স্কোর ১৩৪ রানের নিয়ে যান। কাংগিসো রাবাদা তিনটে ও আকসার প্যাটেল  এনরিকে নোরজে দুটি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস উইকেট হারিয়েও দুর্দান্ত শুরু করে। শিখর ধাওয়ান (৪২) ,শ্রেয়াস আইয়ার(৪৭), ঋষভ পান্থের(৩৫) দুর্দান্ত ব্যাটিংয়ে ওপর ভর করে সহজে হায়দ্রাবাদ কে ৮ উইকেটে হারিয়ে দেয়। হায়দ্রাবাদের রশিদ খান ও খালিল আহমেদ একটি করে উইকেট লাভ করেন ।এই ম্যাচ জয়ের ফলে আবার লীগ টেবিলে শীর্ষে উঠল দিল্লি ক্যাপিটালস।এনরিকে নোরজে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here