কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহিতা মামলায় সম্মতি আপ সরকারের

0
132

ওয়েবডেস্কঃ

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ সভাপতি কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহিতা মামলায় সম্মতি দিল দিল্লির আপ সরকার।

বাম ছাত্র নেতা এই সম্মতির পর দিল্লি পুলিশকে ব্যাঙ্গাত্বক সুরে টুইট করে ‘ধন্যবাদ’ জানিয়ে দ্রুত বিচারের ব্যাপারে পদক্ষেপের আবেদন জানান।

তাঁর বিরুদ্ধে ২০১৬ সালে জেএনইউয়ে এক মিছিলে দেশ বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। গত ১৯ শে ফেব্রুয়ারি আদালত কানাহাইয়া কুমারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বর্তমান পরিস্থিতি সম্বন্ধে জানতে চায়। সঙ্গে ব্যাপারটা দিল্লি সরকারকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য দিল্লি পুলিশকে নির্দেশ দেয়।এর আগে দিল্লি সরকার আদালতকে জানায় যে কানাহাইয়ার বিরুদ্ধে মামলার সম্মতির ব্যাপারে সরকার কোন সিদ্ধান্ত নেয়নি। কিন্তু ৯ দিন আগে কেজরিওয়াল মামলা দায়ের করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

দিল্লি পুলিশের স্পেশাল সেল আপ সরকারকে এ ব্যাপারে চিঠি লেখার পর আজ সবুজ সংকেত দেয় দিল্লি সরকার। আপ এমএলএ এবং মুখপাত্র রাঘব চাড্ডা এই সিদ্ধান্তকে “পুরোপুরি প্রক্রিয়াগত ব্যপার” বলে মন্তব্য করেন। দিল্লির বিজেপি প্রধান মনোজ তিওয়ারি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।(ফিচার ছবি সংগৃহীত)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here