নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সংক্রমণ কমতে শুরু করতেই ধীরে ধীরে সচল হচ্ছে রাজ্যগুলি। সেই তালিকায় এবার নাম লেখাল দিল্লি সরকার। সোমবার থেকে খুলছে বার, পার্ক। এছাড়া বাড়ানো হয়েছে রেস্তোরাঁগুলি খুলে রাখার সময়ও।
দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ২১ জুন থেকে খুলে যাচ্ছে পার্ক, উদ্যান, গল্ফ ক্লাবগুলি। সর্বাধিক ৫০ শতাংশ মানুষের প্রবেশে মিলেছে অনুমতি। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বারগুলি। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ৫০ শতাংশ বসার আসনের অনুমতিতে খোলা যাবে হোটেল ও রেস্টুরেন্টগুলি। সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বাজার ও শপিংমলগুলি।
আরও পড়ুনঃ প্রায় ২ মাস পর খুলবে শপিংমল-রেস্তরাঁ, ‘আনলক’ প্রক্রিয়া শুরু যোগী সরকারের
এছাড়া ৫০ শতাংশ কর্মী নিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা যাবে বেসরকারি অফিসগুলি। সরকারি অফিসে গ্রুপ-এ কর্মী ১০০ শতাংশ এবং অন্যান্য গ্রুপের ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে। উল্লেখ্য, চালু থাকছে মেট্রো পরিষেবাও। এর পাশাপাশি ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাসও চালু হতে চলেছে দিল্লিতে।
আরও পড়ুনঃ আপার ইন্টারভিউ অনলাইনে করার ভাবনা কমিশনের
ইতিমধ্যেই দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে(AIIMS)-র ডিরেক্টর রণদীপ গুলেরিয়া সতর্ক করেছেন করোনার তৃতীয় ঢেউ নিয়ে। তিনি জানিয়েছেন, আগামী ৬ থেকে ৮ সপ্তাহেই ভারতে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ। তিনি এও বলেন, ‘অনেক রাজ্যেই ইতিমধ্যে আনলক প্রক্রিয়া শুরু হয়েছে। শিকেয় উঠেছে করোনাবিধি। চারপাশ দেখে মনে হচ্ছে, প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ থেকে আমাদের কিছুই শিক্ষা হয়নি। ফের জমায়েতও শুরু হয়েছে। এভাবে চলতে থাকলে আবারও বাড়বে সংক্রমণ। ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই সংক্রমণ বাড়তে পারে।’
এইমস প্রধান বলেন, “ভারতে করোনার তৃতীয় ঢেউ অনিবার্য। এই পরিস্থিতিতে একমাত্র উপায় বিশাল সংখ্যায় টিকাকরণ। বিপুল জনসংখ্যার এই দেশে টিকাকরণ কর্মসূচি সম্পন্ন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়।’’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584