নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ক্রিস্টমাস ও নতুন বছর উদযাপনের জমায়েতে এবার নিষেধাজ্ঞা জারি করল দিল্লি সরকার। আজ বুধবার বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দিয়েছে দিল্লির বিপর্যয় মোকাবিলা দফতর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বড়দিনের উৎসব এবং নতুন বছর উদযাপনে কোনো জমায়েত, সাংস্কৃতিক উৎসব করা যাবে না। আর এই নিষেধাজ্ঞা ঠিকমত কার্যকর হচ্ছে কি না তা দেখতে হবে জেলা শাসক ও ডেপুটি পুলিশ কমিশনারদের।
এছাড়া সমস্ত জেলা শাসকদের তাদের এলাকায় কোভিড আক্রান্তদের চিহ্নিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে ওমিক্রন ভ্যারিয়েন্টের হটস্পটগুলিও চিহ্নিত করতে নির্দেশ দিয়েছে দিল্লির বিপর্যয় মোকাবিলা দফতর। তবে ক্রিস্টমাস বা নববর্ষের সময় সমস্ত রেস্তোরাঁ এবং পানশালা খোলা থাকবে। ৫০ শতাংশ মানুষকে ঢোকার অনুমতি দেওয়া হবে, মাস্ক ছাড়া প্রবেশে জারি নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। ক্রমশ বাড়ছে সংক্রমণ, ওমিক্রন রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি সরকার। দিল্লিতে এখনও পর্যন্ত ৫৭ জনের শরীরে মিলেছে ওমিক্রন। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ২১৩।
আরও পড়ুনঃ বাড়ছে ওমিক্রন আতঙ্ক! বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য কড়া নির্দেশিকা জারি রাজ্য স্বাস্থ্য দফতরের
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে তেমন কোনও বিধিনিষেধ নেই বড়দিন ও নতুন বছর উদযাপনে। উল্টে এই উপলক্ষ্যে রাত্রিকালীন বিধিনিষেধে ছাড় দেওয়া হয়েছে রাজ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584