নিজস্ব সংবাদদাতা, দিল্লিঃ
করোনা আবহের মধ্যেই চূড়ান্ত বর্ষ বা সেমেস্টারের পরীক্ষা নিতে হবে। এই পরীক্ষা নেওয়াটা বাধ্যতামূলক বলে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও কোনো অংশে কম নয়।
এহেন সঙ্কটময় পরিস্থিতিতে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়ার ঝুঁকি নিল না দিল্লি সরকার। চূড়ান্ত টার্ম-সহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় পরীক্ষা বাতিল করে দেওয়া হল। দিল্লি সরকারের অধীনস্থ সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নেই নিয়ম প্রযোজ্য হবে।
আরও পড়ুনঃ করোনা চিকিৎসার ব্যাপক ঘাটতি, রাজ্যের সব হাসপাতালে নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
শনিবার সাংবাদিক বৈঠকে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া বলেন, ‘করোনা মহামারীর কারণে এই সেমেস্টারে পড়ুয়ারা স্বশরীরে ক্লাসে উপস্থিত থাকতে পারেননি। কয়েকটি ক্লাস অনলাইনে হয়েছে। সিলেবাসের পড়া এত কম সময়ে শেষ হয়নি বলেই আশা করা যায়। তাই এভাবে এখনই সেমেস্টারের মাধ্যমে পড়ুয়াদের মূল্যায়ন করা অনুচিত হবে।’
আরও পড়ুনঃ সেটের ফল প্রকাশ করল কলেজ সার্ভিস কমিশন
সিসোদিয়া জানান, যে পড়ুয়ারা ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন, তাঁরা ডিগ্রি হাতে পেলেই কাজে যোগ দিতে পারবেন এবং আর্থিক সংকটের মুখে নিজেদের পরিবারকে সাহায্য করতে পারবেন। শিক্ষামন্ত্রীর কথায়, ‘চূড়ান্ত বর্ষ বা সেমেস্টার-সহ কারোরই পরীক্ষা হবে না। ইন্টারনাল অ্যাসেসমেন্ট (অভ্যন্তরীণ মূল্যায়ন) বা পূর্ববর্তী সেমেস্টারের ভিত্তিতে পড়ুয়াদের মূল্যায়ন করবে বিশ্ববিদ্যালয়গুলি। কীভাবে মূল্যায়ন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়গুলি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584