নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পক্ষে রায় দিল দিল্লি হাইকোর্ট। আদালত বলে, “দেশের সব নাগরিকের জন্য একটিমাত্র দেওয়ানি বিধির প্রয়োজনীয়তা রয়েছে”। পাশাপাশি কেন্দ্রকে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার নির্দেশও দেয় আদালত।
মিনা জনজাতির মধ্যে হিন্দু বিবাহ আইন প্রযোজ্য কিনা এই সংক্রান্ত এক মামলার রায় দিতে গিয়ে বিচারপতি প্রতিভা এম সিং বলেন, বর্তমান ভারতীয় সমাজে ধর্ম, সম্প্রদায় ও জাতিগত পুরোনো রীতিনীতি ক্রমশ লুপ্ত হয়ে যাচ্ছে। কাজেই এই সামাজিক পরিস্থিতিতে অভিন্ন দেওয়ানি বিধি আশু প্রয়োজন।
আরও পড়ুনঃ নয়া আইটি আইনে সংবাদ চ্যানেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে নাঃ কেরল হাইকোর্ট
অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডের অর্থ হল, ভারতের সব নাগরিকের জন্য আইন একটিই। বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তির অধিকারের মতো বিষয়গুলিতে প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের যে ভিন্ন ভিন্ন রীতি বর্তমানে চালু আছে, তা আর থাকবে না পরিবর্তে গোটা দেশে সব নাগরিকের জন্য সিভিল আইন হবে একমাত্রিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584