ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
দিল্লির বাত্রা হাসপাতালে এক চিকিৎসক সহ ৮ জনের মৃত্যু অক্সিজেনের অভাবে। এরপরেই দিল্লি হাইকোর্টের কঠোর নির্দেশ কেন্দ্রকে, আজকের মধ্যে যেভাবে হোক ৪৯০ মেট্রিক টন অক্সিজেন পৌঁছে দিতেই হবে।
বিচারপতি বিপিন সংঘি ও বিচারপতি রেখা পিল্লাই -এর ডিভিশন বেঞ্চ শনিবারের বিশেষ শুনানিতে এই নির্দেশ দেয় আদালত।
কেন্দ্রের তরফে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মাকে আদালত বলে, “জল এবার মাথার ওপর দিয়ে বইছে, যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে আর নয়। ৪৯০ মেট্রিক টন অক্সিজেন আপনাদের নির্দিষ্ট করা পরিমান, তা পাঠানোর দায়িত্ব আপনাদেরই। যেভাবে হোক পৌঁছনো চাই আজই। “
Batra Hospital of Delhi informs Delhi High Court that it's running out of oxygen. Batra hospital officials say, "We are in SOS since 6am today morning, we have 307 patients admitted, out of whom 230 are on oxygen support."
— ANI (@ANI) May 1, 2021
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় রাজ্যগুলির অর্থসংকট মেটাতে উদ্যোগী কেন্দ্র
পাশাপাশি আদালত এও জানায়, এই নির্দেশ না মানা হলে তা আদালত অবমাননা বলে গন্য করা হবে।
কেন্দ্রের আইনজীবী আদালতকে এই নির্দেশ দেওয়া থেকে বিরত করার যথেষ্ট চেষ্টা চালান, আদালত বলেন দিল্লির মানুষ মারা যাচ্ছেন আর আমরা চোখ বন্ধ করে বসে থাকব তা তো সম্ভব নয়! যেভাবে পারেন ৪৯০ মেট্রিক টন অক্সিজেন দৈনিক দিল্লিকে দেওয়ার ব্যবস্থা করুন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584