ওয়েব ডেস্ক, নিউজ ফন্টঃ
এবার কেন্দ্রকে তুলোধোনা করল দিল্লি হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দিল্লি সরকারকে প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করার কথা কেন্দ্র সরকারের। এই অক্সিজেনের প্রয়োজন মেটাতে ব্যর্থ হওয়ায় কেন্দ্রকে শোকজ নোটিশ জারি করল দিল্লি হাইকোর্ট।
Breaking: Delhi HC Issues Show Cause Notice To Centre Asking Why Contempt Action Should Not Be Taken For Non-Compliance Of HC And SC Order On Oxygen Supply To Delhi Govt https://t.co/jdia5WHyNn
— Live Law (@LiveLawIndia) May 4, 2021
অক্সিজেন যোগানে ব্যর্থ কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তার উত্তর চাওয়া হয়েছে শোকজে। একইসঙ্গে দিল্লি হাইকোর্টের জাস্টিস ভিপিন সঙ্ঘী ও জাস্টিস রেখা পাল্লির বেঞ্চ দিল্লিতে অক্সিজেন সরবরাহের দায়িত্বে থাকা দুই আধিকারিক সুমিত্রা দাওরা ও পীযূষ গোয়েলকে আগামীকাল আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে।
(Feature Image Courtesy-livelaw.in)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584