বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শিলিগুড়ির মাটিগাড়ার একটি শপিং মলের ম্যাসাজ পার্লারের আড়ালে চলছিল মধুচক্র।এরপর ডিটেকটিভ ডিপার্টমেন্টে রবিবার দুপুরে গোপনসূত্রে খবর আসে এবং এই খবরের ভিত্তিতেই অভিযান চালায় পুলিশ।এরপর ওই পার্লারের দু’জনকে গ্রেপ্তার করে মাটিগাড়ার থানার পুলিশ।ধৃতদের নাম রমিত কুমার ও অঞ্জু ছেত্রী।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবতীর বাড়ি দার্জিলিঙে।এর পাশাপাশি জানা গিয়েছে যে ধৃত রমিত কুমার সুকনায় কর্মরত।

প্রসঙ্গত এর আগেও সেখানে বেশকিছু ম্যাসাজ পার্লারে অভিযান চালায় পুলিশ এবং হাতনাতে মধুচক্রের আসর থেকে বেশকয়েকজনকে গ্রেপ্তার করে।তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584