ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
গত বছর অগাস্ট মাসে ৬১ জন পাইলটকে বরখাস্ত করে এয়ার ইন্ডিয়া। আদালতের দ্বারস্থ হন ৪০ জন পাইলট। বিচারপতি জ্যোতি সিং -এর নির্দেশ বরখাস্ত করা যাবে না তাঁদের, ফিরিয়ে নিতে হবে কাজে। ফিরিয়ে দিতে হবে তাঁদের এতদিনের পাওনা।
ইন্ডিয়ান এয়ারলাইন্সের তরফে দাবি করা হয় অতিমারীর কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছে সংস্থা এবং সেকারণেই তারা বাধ্য হয় পাইলটদের বরখাস্ত করতে।বরখাস্ত হওয়া পাইলটদের তরফে বলা হয়েছিল, ২ এপ্রিল, ২০২০ থেকে তাঁদের কাজে যোগ দিতে নিষেধ করে সংস্থা। এরপরে ৭ অগাস্ট, ২০২০ বরখাস্তের নোটিশ দেওয়া হয় তাদের।
আরও পড়ুনঃ WHO: ধূমপানে বাড়ছে মৃত্যুর আশঙ্কা, কোভিড নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
এই নির্দেশে আদালত জানিয়েছে, এই পাইলটদের সঙ্গে ভবিষ্যতেও এয়ার ইন্ডিয়া চুক্তিবদ্ধ থাকবে কিনা তা নির্ভর করবে তাদের কাজের গুনগত মানের ওপর। যেহেতু এঁরা সকলেই কন্ট্র্যাকচুয়াল পাইলট তাই এয়ার ইন্ডিয়া তাঁদের কাজ সম্পর্কে সন্তুষ্ট হলে চুক্তি রিনিউ করবে।আদালত আরও জানায়, রায়ের বিস্তারিত কপি বুধবার দুই পক্ষের হাতে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584