নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনা পরিস্থিতিতে স্বচ্ছ ও কেন্দ্রীভূত ব্যবস্থা করোনা রোগীদের হাসপাতাল অনুসন্ধানে সুবিধাজনক হবে এই মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট ভিভিআইপিদের প্রয়োজনের কথা উল্লেখ করে এমনটাই জানালো।শুক্রবার এক মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট জানালো মামলাকারীর ভাবনার দিশা ঠিক কিন্তু কিছু শ্রেনির মানুষ যেমন দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এদের প্রয়োজনের কথা বিবেচনা করে হাসপাতালে কিছু শয্যা সংরক্ষিত থাকা দরকার।
একই সঙ্গে আদালত এও বলে যে, বর্তমান করোনা সংক্রমণের যা পরিস্থিতি সেখানে শুধুমাত্র কখনো প্রয়োজন হতে পারে ভেবে হাসপাতালের কিছু বেড ব্যবহার না করে আটকে রাখা সত্যিই সঠিক নয়, কিন্তু যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তাঁদের চিকিৎসার প্রয়োজন পড়ে তা অস্বীকার করাও সম্ভব নয়! কাজেই এই সংরক্ষণ থাকা প্রয়োজন।
দিল্লি হাইকোর্টের বিচারপতি বিপিন সঙ্ঘি ও বিচারপতি জশমিত সিং এর দুই সদস্যের বেঞ্চ এমনটাই জানায়।
এর উত্তরে মামলাকারীর আইনজীবী বিবেক সুদ বলেন, মন্ত্রী বা রাষ্ট্রপতি এই শ্রেণির ভিভিআইপিদের জন্য বেড সংরক্ষণ থাকবে। তিনি মুলত জোর দেন’ ভিআইপি কালচার’ যা সাধারণ মানুষের প্রাপ্য স্থান অধিকার গ্রাস করে নিচ্ছে। বহু সাধারণ কিন্তু কিঞ্চিত প্রভাবশালী ব্যক্তি যারা এই সংস্কৃতি বহন করে চলেছেন।
আরও পড়ুনঃ দিনভর আইনি তরজা কাটিয়ে বাড়ি ফিরলেন ফিরহাদ হাকিম, থাকতে হবে গৃহবন্দী
দিল্লি হাইকোর্ট জানায় যে ইতিমধ্যেই তারা করোনা সংক্রান্ত অনেক বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশ দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল হাসপাতাল গুলিকে উপলব্ধ শয্যার বিস্তারিত তথ্য জানানো এবং ১০ দিনের বেশি ভর্তি থাকা রোগীর শারীরিক অবস্থার যাবতীয় তথ্য জানানো, এই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছে আদালত।আদালত এও বলে যে, মামলাকারীর ভাবনা এবং উদ্দেশ্য অত্যন্ত সৎ। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৪ মে, ওইদিন আরও অন্যান্য কোভিড সংক্রান্ত মামলার শুনানি রয়েছে।
আরও পড়ুনঃ সম্বিত পাত্রের টুলকিট-টুইট ‘ম্যানিপুলেটেড মিডিয়া’, কংগ্রেসকে চাপে ফেলতে মুখ পুড়ল বিজেপির
মামলাকারী মনজিত সিং, দিল্লির বাসিন্দা এবং পেশাগত ভাবে হসপিটালিটি ক্ষেত্রে যুক্ত। মামলায় তিনি আবেদন করেন যে, বর্তমান পরিস্থিতি কার্যত দেশের স্বাস্থ্য সংকট, এই মুহূর্তে এমন কোন ব্যবস্থার প্রয়োজন যাতে হাসপাতালগুলিতে কোভিড বেড বন্টনের পদ্ধতি কারুর খেয়ালখুশি মত না হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584