নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
প্রচণ্ড জ্বর, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। গত রবিবার দিল্লির কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা বৈঠকে অংশ নেওয়ার পরেই গুরুতর অসুস্থ হয়ে পরেন তিনি। ওই বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ অন্যান্য মন্ত্রী ও আধিকারিকরা।
মঙ্গলবার সকালে দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তির কথা নিজেই টুইট করে জানিয়েছেন সত্যেন্দ্র জৈন। তিনি জানিয়েছেন, গত রাত থেকেই প্রবল জ্বর তাঁর। সেইসঙ্গে অক্সিজেন নিতে সমস্যা হচ্ছিল তাঁর। তারপরই তিনি হাসপাতালে ভর্তি হন।
अपनी सेहत का ख़्याल किए बिना आप रात दिन 24 घंटे जनता की सेवा में लगे रहे। अपना ख़्याल रखें और जल्द स्वस्थ हों। https://t.co/pmsU5fuuRP
— Arvind Kejriwal (@ArvindKejriwal) June 16, 2020
সত্যেন্দ্র জৈনের এই পোস্টের জবাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে লেখেন, “আপনি নিজের যত্ন না নিয়েই সাতদিন ২৪ ঘন্টা জনসাধারণের সেবা করে চলেছেন। দয়া করে এবার নিজের শরীরের যত্ন নিন। দ্রুত সুস্থ হয়ে উঠুন”। গত সপ্তাহে, অরবিন্দ কেজরিওয়ালেরও হঠাৎ করে জ্বর এবং গলা ব্যথা হয়। তৎক্ষণাৎ তিনি নিজের বাড়িতেই সেল্ফ-কোয়ারেন্টাইনে চলে যান।
আরও পড়ুনঃ ব্রেকিং নিউজঃভারত-চিন সীমান্তে ফের সংঘর্ষে ১ কর্নেল সহ ৩ ভারতীয় জওয়ান নিহত
চিকিৎসকদের পরামর্শে পরের দিন তাঁর কোভিড টেস্ট হয়। কিন্তু রিপোর্ট আসে নেগেটিভ। করোনা আক্রান্তের বিচারে দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র এবং তামিলনাড়ু। এরপরই তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। দেশের রাজধানীতে এখনও পর্যন্ত ৪২ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভারতে সব মিলিয়ে ওই রোগে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৯১ জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584