নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনা টিকা সংক্রান্ত গবেষণা ও অন্যান্য খাতে ১০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ‘পিএম কেয়ার্স ফান্ড’ তা তারা রাখেনি, এক RTI-এর উত্তরে এমনটাই জানায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। অতিমারির সময় বিপুল পরিমাণ অনুদান নিয়ে তৈরি হওয়া পিএম কেয়ার্স ফান্ড-এর টাকা কিভাবে ব্যবহার হল এই সম্পর্কে প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন আইনজীবী সম্যক গাঙ্গোয়াল।
মঙ্গলবার দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পিএম কেয়ার্স ফান্ডের এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সুব্রমনিয়ম প্রসাদের বেঞ্চ কেন্দ্রের আইনজীবীকে বলেন, “আপনারা এই মামলায় জবাব ফাইল করেছেন। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি মামলার মাত্র এক পাতার জবাব!” আদালত আরও বলে যে, মামলাকারীর তরফের আইনজীবীর সওয়ালের কোন উত্তরই দেওয়া হয়নি এখানে। সেক্ষেত্রে আদালত নির্দেশ দিতে বাধ্য হচ্ছে যে, আগামী ৪ সপ্তাহের মধ্যে এই বিষয়ে বিস্তারিত উত্তর জমা করতে হবে কেন্দ্রকে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৬ সেপ্টেম্বর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584