ডিজিটাল নিউজ পোর্টালগুলির মামলায় স্থগিতাদেশ দিল না দিল্লি হাইকোর্ট

0
23

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ডিজিটাল নিউজ মিডিয়াগুলির ওপর কেন্দ্রীয় সরকারি নিয়ন্ত্রণ বলবৎ করার নয়া আইটি আইনের মামলায় স্থগিতাদেশ দিলো না দিল্লি হাইকোর্ট। ফাউন্ডেশন ফর ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম, দ্য ওয়্যার, কুইন্ট ডিজিটাল মিডিয়া লিমিটেড, প্রভদা মিডিয়া ফাউন্ডেশন কেন্দ্রের নয়া আইটি নির্দেশিকায় স্থগিতাদেশ চেয়ে আবেদন করে দিল্লি হাইকোর্টে। সেই আবেদন খারিজ করে দিল আদালত।

delhi high court | newsfront.co
সৌজন্যেঃ এএনআই

আদালত জানায় পিটিশনারদের সঙ্গে এমন কোন চুক্তি হয়নি যার কারণে এই স্থগিতাদেশ দেওয়া যায়। বরং হাইকোর্টের অবসরকালীন বেঞ্চ এই মামলা স্থানান্তরিত করেছে রোস্টার বেঞ্চে, যার শুনানি আগামী ৭ জুলাই নির্ধারিত হয়েছে। ডিজিটাল নিউজ মিডিয়ার পক্ষে বর্ষীয়ান আইনজীবী নিত্য রামকৃষ্ণন আদালতের কাছে আবেদন করেন যাতে অবসরকালীন বেঞ্চের পরিবর্তে শুনানীর দিন ধার্য করা হয় আদালত খোলার পরে।

আরও পড়ুনঃ “মার খাচ্ছে দেশের ছোট ব্যবসা”, আমেরিকার ই-কমার্স সংস্থাগুলিকে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় মন্ত্রী

নতুন আইটি নির্দেশিকা অনুযায়ী সোশ্যাল মিডিয়া এবং স্ট্রিমিং সংস্থাগুলিকে আপত্তিকর কোন কন্টেন্ট থাকলে তা দ্রুত সরিয়ে নিতে হবে সাইট থেকে, একজন গ্রিভান্স রিড্রেসাল অফিসার নিয়োগ করতে হবে এবং পাশাপাশি সহযোগিতা করতে হবে তদন্তে।

আরও পড়ুনঃ নাগরিকদের অধিকার সুরক্ষা নিয়ে গুগল ও ফেসবুক প্রতিনিধিদের ডাক সংসদীয় কমিটির

ইতিমধ্যে প্রভদা মিডিয়া ফাউন্ডেশনের পিটিশনে নয়া আইটি নির্দেশিকার প্রয়োগ সম্পর্কে উত্তর দেওয়ার জন্য সরকারকে নোটিশ পাঠিয়েছে আদালত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here