নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দেশের করোনা পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে, বিশেষত রাজধানী দিল্লিতে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন মানুষ। হাসপাতালে অমিল অক্সিজেন। এই পরিস্থিতিতে নজিরবিহীন নির্দেশ দিল্লির হাইকোর্টের, “কোন ব্যক্তি অক্সিজেন সরবরাহে বাধা দিলে ফাঁসিতে ঝোলানো হবে তাকে”।
দেশের চরম উদ্বেগজনক কোভিড পরিস্থিতিতে সরকারের গাফিলতির বিরুদ্ধে এভাবেই সরব হয়ে উঠল দিল্লি হাইকোর্ট। পাশাপাশি প্রতিশ্রুতি অনুযায়ী দিল্লিতে ৪৮০ মেট্রিক টন অক্সিজেন ঠিক কবে পৌঁছবে, তা কেন্দ্রকে স্পষ্ট করে জানানোর নির্দেশ দিয়েছে আদালত।
দেশজুড়ে ভয়াবহ রূপ ধারণ করছে করোনা পরিস্থিতি। অক্সিজেনের আকালের ফলে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন মানুষ। মহারাষ্ট্র, দিল্লি উত্তরপ্রদেশ, গুজরাট-সহ বেশির ভাগ রাজ্যেরই এক অবস্থা। এমন সংকটজনক পরিস্থিতিতে কেন্দ্র বা রাজ্য সরকার কাউকেই কোনওরকম গাফিলতির জন্য ক্ষমা করা যাবেনা এমন হুঁশিয়ারিই দিলো দিল্লি হাই কোর্ট। করোনার দ্বিতীয় ঢেউ কে কার্যত ‘সুনামি’ আখ্যা হাইকোর্টের।
একটি মামলার পর্যবেক্ষণে শনিবার দিল্লি হাই কোর্ট জানিয়েছে, হাসপাতালগুলিতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হচ্ছে না। দিল্লি হাইকোর্ট জানিয়েছে, অক্সিজেন সরবরাহে কোনওরকম ব্যাঘাত ঘটানো হলে কেন্দ্র, রাজ্য সরকারি কর্মী অথবা স্থানীয় প্রশাসনের কোনও আধিকারিককেই ছাড় দেওয়া হবে না। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে। এই প্রক্রিয়ায় কেউ বাধা দেওয়ার চেষ্টা করছে কিনা, সে বিষয়েও দিল্লি সরকারের কাছে জানতে চেয়েছে হাইকোর্টের বেঞ্চ।
আরও পড়ুনঃ বেসরকারি হাসপাতালে ৬০% বেড রাখতেই হবে করোনা রোগীদের জন্য, নির্দেশ স্বাস্থ্য দপ্তরের
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, ৪৮০ মেট্রিক টন অক্সিজেন না পেলে দিল্লির স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়বে। সবার আগে প্রয়োজন পর্যাপ্ত অক্সিজেন। গতকাল ২৯৭ মেট্রিক টন মেডিক্যাল গ্যাস পেয়েছে দিল্লি। তারপরেই কেন্দ্রকে সরাসরি প্রশ্ন করে হাই কোর্ট কবে ৪৮০ মেট্রিক টন অক্সিজেন পাবে দিল্লি? পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে শনিবার চিঠি লিখে অন্যান্য রাজ্যকেও অক্সিজেন সরবরাহ করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আরও পড়ুনঃ করোনা যুদ্ধে শত্রুতা ভুলে ভারতীয়দের পাশে থাকার বার্তা ইমরান খানের
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে শুধুমাত্র অক্সিজেনের অভাবে প্রাণ গিয়েছে ২৫ জন করোনা আক্রান্তের। বাত্রা হসপিটাল জানিয়েছিল তাদের ৮০০০ লিটার অক্সিজেন প্রয়োজন তাও অন্তত ৬০০০ লিটার পেলে কোনক্রমে কাজ চালাতে পারবে তারা। কিন্তু তারা পেয়েছে ৫০০০ লিটার অক্সিজেন। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের দায়িত্বজ্ঞানহীনতায় ক্ষুব্ধ দিল্লি হাইকোর্ট।
উল্লেখ্য, গতকালই দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। আবার দিল্লির বাত্রা হাসপাতালও আদালতকে জানিয়েছিল, তাদের ৮০০০ লিটার অক্সিজেন প্রয়োজন। ৬০০০ লিটারে কোনওক্রমে কাজ চালানো সম্ভব। কিন্তু শেষমেশ ৫০০০ লিটার অক্সিজেনই পাওয়া গিয়েছে। সবমিলিয়েই তাই ক্ষুব্ধ দিল্লি হাই কোর্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584