পুলিশের দাবি রাকবর খানের মৃত্যু গণপিটুনিতে হয়নি

0
91

ওয়েবডেস্কঃ

রাকবর খানের মৃত্যুতে রাজস্থানের আলওয়ারের পুলিশ তিনজনকে গ্ৰেফতার করেছে কিন্তু আজ চার্জশিট জমা দিয়ে পুলিশ দাবি করেছে যে রাকবর খানের মৃত্যু গণপিটুনিতে হয়নি, এটি একটি মার্ডার কেস।

পুলিশ আজ পঁচিশ পাতার চার্জশিট দাখিল করে রামগড় অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেটের সামনে। NDTV সূত্রে জানা গেছে, চার্জশিটে দাবি করা হয়েছে যে গত ২০ জুলাইয়ের রাকবর ওরফে আকবরের উপর আক্রমণের জন্য ৪ জন দায়ী-পরমজিত, ধর্মেন্দর, নরেশ ও কিশোর।

গত ২০ জুলাই আকবর এবং তাঁর সঙ্গী আসলাম পায়ে হেঁটে গরু নিয়ে যাওয়ার পথে রামগড় থানা এলাকায় তাদের ঘিরে ধরে কিছু গ্রামবাসী। শুরু হয় গণপ্রহার। গণপ্রহারে আকবর গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয়, যদিও আসলাম পালিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হন। তারপর, এই ঘটনা নিয়ে দেশব্যাপী হৈচৈ পড়ে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here