দিল্লির দূষিত বাতাস দেশের অর্থনৈতিক মন্দার অন্যতম কারণ

0
47

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

বিশেষজ্ঞদের মতে, দিল্লির দূষণ ভারতের অর্থনৈতিক মন্দার পিছনে পরোক্ষ ভাবে দায়ী। পর্যটক না আসা, শিক্ষার্থীদের স্কুল না যাওয়া, হাসপাতালে অধিক রোগীর ভর্তি, বিমানের আচমকা স্থগিতকরণ এসবই কম-বেশি দিল্লির দূষণকে প্রভাবিত করে।

delhi is polluted because of financial disaster | newsfront.co
ফাইল চিত্র

বিশ্বব্যাঙ্কের একটি গণনা থেকে জানা গিয়েছে, ১৯৯০-২০১৩ সাল পর্যন্ত ভারতে জনগণের স্বাস্থ্য এবং কর্ম অব্যাহতিতে যত খরচ হয়েছে, তার পরিমাণ প্রায় ৫৬০ বিলিয়ন ডলার। বিশেষজ্ঞদের মতে, এই পরিমাণ অর্থব্যায় অর্থনৈতিক মন্দাকে পরোক্ষ ভাবে তরান্বিত করেছে।

দূষণের এরকম পৈশাচিক হাল হওয়ার পর অবশেষে মোদী সরকার ৩০০-র বেশি কৃষি জমি খোলার ব্যবস্থা করেছেন। কিন্তু বিষয় হল শহরাঞ্চলে যেভাবে যানবাহনের সংখ্যা এবং তা থেকে দূষণ ছড়াচ্ছে, তাতে রাতারাতি দূষণ এবং অর্থনৈতিক মন্দা দুটিই বেড়ে চলেছে।

আরও পড়ুনঃ সিয়াচেনে তুষারধসে মৃত্যু ৬ সেনা জওয়ান-মালবাহকের

একটি জাতীয় গণমাধ্যম থেকে জানা যায়, দিল্লির এক সিনিওর অ্যানালিস্ট হেমন্ত শিবকুমার বলছেন, “যদি এভাবেই বছরের পর বছর দিল্লির দূষণ বেড়ে যায়, তা ইনভেস্টরদের কাছে এক অন্য বার্তা দেবে।”

একিউআই এর মতে, গতকাল দিল্লির দূষণের মাত্রা ‘পুওর’ সীমায় ছিল। পরিবেশ মন্ত্রকের দাবি, “দূষণের মাত্রা ৪০০ এর সীমা ছাড়িয়ে গেলে তা ‘জরুরি’ অবস্থা জারি করবে, যা সুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। বাড়াবে রোগের মাত্রাও।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here