বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে ত্রাণ বিতরণ চাঁচলে

0
271

উমার ফারুক, নিউজ ফ্রন্ট,চাঁচল,২৭ আগস্ট:

বন্যায় প্লাবিত মালদায় বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ কাজ চলছে তৎপরতার সহিত।গতকাল কালিয়াচক দক্ষিণ চক্রের বিদ্যালয় পরিদর্শক তারিকুল ইসলামের উদ্যোগে চাঁচল ২ ব্লকের গৌড়হন্ড অঞ্চলে ত্রাণ বিতরণ করা হয়।এই অঞ্চলের শুক্রবারি এ.কে হাই মাদ্রাসার ত্রাণ শিবির,চাঁদপুর,বোয়ালমারী,বাবুপাড়া ও আশপাশের অন্যান্য গ্রামে ত্রাণ বিতরণ করা হয় বলে জানান উদ্যোগতারা।

ত্রাণ বিতরণ কার্যে নেতৃত্ব দেন দার্জিলিং গভর্নমেন্ট কলেজের অধ্যাপক শামসুল হক।তিনি জানান-আমাদের ত্রাণ হিসাবে ছিল ৬ কুইন্টাল চিড়া, ৩ কুইন্টাল মুড়ি,১কুইন্টাল গুড়, ১০০০ প্যাকেট বিস্কুট, ১০০০ প্যাকেট দুধ,১০০০ লিটার জল।মোট বাজেট ছিল ৭৫০০০টাকা।

তিনি আরও বলেন- সরকারি সাহায্য না পাওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ সাংঘাতিক পর্যায়ে।দুর্গত মানুষরা প্রশাসনের প্রতি তাদের ক্ষোভ উগরে দেন।যদিও প্রশাসন সূত্রের মতে দুর্গত এলাকায় যথেষ্ট ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে।এছাড়া ও ত্রাণ বিতরণ কার্যে অংশ নেন কালিয়াচক দক্ষিণ চক্রের শিক্ষকগণ,তালগাছি জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম সহ বহু সমাজসেবী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here