বন‍্যা ত্রান বন্টন নিয়ে প্রশাসনের নির্দেশিকায় ক্ষোভ

0
157

 

নিউজফ্রন্ট,বালুরঘাট, ২৬ আগস্টঃ বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিলির ক্ষেত্রে এবার নিতে হবে প্রশাসনের অনুমতি। এমনকি জেলা প্রশাসনের সরকারি ব্যানার গাড়িতে লাগিয়ে ত্রাণ বিলি করতে যেতে হবে বলে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন নির্দেশকা জারি করা হয়েছে। প্রশাসনের এমন নির্দেশিকায় ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে। পাশাপাশি প্রশাসনের এমন ফতোয়ায় বির্তক দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছে ক্ষুব্ধরা।

স্কুলের ছাদটাই যেন একটা আস্ত গ্ৰাম।

বন্যায় জেলার আটটি ব্লকের কয়েক লক্ষ মানুষ ভিটে মাটি ছেড়ে আশ্রয় নিয়েছিল ত্রাণ শিবির ও উঁচু স্থানে। প্রশাসনের পাশাপাশি বন্যা কবলিত মানুষদের পাশে দাড়িয়েছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সাধারণ মানুষ। যার যেমন সামর্থ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সকলেই। বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ঠিক এমন সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয় এক নির্দেশিকা। যেখানে বলা হয় বন্যা দুর্গতদের সাহাযার্থ্যে ত্রাণ বিলি করতে গেলে নিতে হবে প্রশাসনে অনুমতি। এমনকি জেলা প্রশাসনের কাছ থেকে সরকারি ব্যানার লাগাতে হবে গাড়িতে। সেই ব্যানার লাগানো গাড়ি করেই ত্রাণ বিলি করতে যেতে পারবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা সহৃদয় ব্যাক্তিরা। প্রশাসনের এমন ফতোয়ায় বির্তক ছড়িয়েছে জেলা জুড়ে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্ষুব্ধরা।

সূত্রের খবর, প্রশাসনের কাছ থেকে জল, গাড়ি, ওষুধ নিয়ে তা দুর্গতদের মধ্যে বিলি করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নিজেদের গুণগান করছে। ফলে সরকার বা জেলা প্রশাসনের উপর ক্ষোভ তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এরপরই জেলা প্রশাসনিক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here