লালকেল্লায় তলোয়ার উঁচিয়ে তাণ্ডবে অভিযুক্ত মনিন্দর গ্রেফতার

0
96

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় তাণ্ডবের ঘটনায় আর এক অভিযুক্ত মনিন্দর সিংকে পিতমপুরা থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। লালকেল্লায় তলোয়ার উঁচিয়ে তাণ্ডব করতে দেখা গিয়েছিল ৩০ বছরের মনিন্দরকে। সেই ভিডিও ও ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, সেখান থেকেই পুলিশ চিহ্নিত করে মনিন্দরকে।

Maninder Singh | newsfront.co
ধৃত মনিন্দর সিং

পুলিশ জানিয়েছে,তলোয়ার দেখিয়ে উন্মত্ত জনতাকে দেশবিরোধী কার্যকলাপে উস্কানি দেয় মনিন্দর। কর্তব্যরত পুলিশ কর্মীদের উপর হামলা, মারধরের ঘটনা অপরাধে অভিযুক্ত সে। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের ডিসি প্রমোদ সিং কুশওয়াহ জানান, তদন্তকারী দল মনিন্দরের বাড়ি থেকে দুটি তলোয়ারও বাজেয়াপ্ত করেছে।

আরও পড়ুনঃ ২০১৬ দেশদ্রোহিতা মামলায় কানহাইয়া উমর-সহ ১০ জনকে সমন দিল্লি হাইকোর্টের

মনিন্দর পেশায় একজন এসি মেকানিক। এছাড়াও দিল্লির স্বরূপনগরের কাছে একটি তলোয়ার প্রশিক্ষণ স্কুল চালায় সে। পুলিশি জেরায় সে জানিয়েছে, ফেসবুকে বিভিন্ন গ্রুপের ভিডিও দেখে উৎসাহিত হয় সে। ডিসি জানিয়েছেন, মনিন্দর মাঝে মধ্যেই সিংঘু সীমান্তে যেত। সেখানে গিয়ে কৃষক নেতাদের জ্বালাময়ী ভাষণে সে উদ্বুদ্ধ হয়।

আরও পড়ুনঃ পদত্যাগের চাপে পুদুচেরিতে ভাঙনের মুখে কংগ্রেস সরকার

পুলিশের জেরার মুখে মনিন্দর জানিয়েছ, প্রজাতন্ত্র দিবসে নিজের এলাকার ছয়জনকে নিয়ে সিংঘু থেকে মুকারবা চক পর্যন্ত ট্রাক্টর মিছিলে সামিল হয়েছিল সে। তারপর পূর্ব পরিকল্পনা মাফিক মিছিল করে লালকেল্লায় পৌঁছয় সে ও তার সঙ্গীরা। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য ভিডিওতে দেখা গিয়েছে, শূন্যে তলোয়ার ঘোরাচ্ছিল মনিন্দর। বিক্ষোভকারীদের উস্কানি দিতে দেখা গিয়েছিল তাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here