প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে কৃষকদের ট্রাক্টর র‍্যালিতে ছাড় দিল্লি পুলিশের

0
136

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কৃষকদের অনড় দাবির কাছে সুর নরম করতে বাধ্য হল দিল্লি পুলিশ। প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর ব়্যালি করতে কৃষকদের অনুমতি দিল পুলিশ তবে, তিন কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে এই ট্রাক্টর ব়্যালি হবে রাজপথে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের পর। এবং কৃষকদের ট্রাক্টর ব়্যালি মধ্য দিল্লি দিকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। দিল্লি সীমানার নিকটবর্তী স্থানেই সীমাবদ্ধ রাখতে হবে এই কর্মসূচি।

Tractor rally | newsfront.co
ফাইল চিত্র

মিছিলের রুট এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ। গাজিপুর, সিঙ্ঘু, তিকরি, শাহজানপুর-সহ দিল্লির বিভিন্ন সীমান্তে অবস্থান করছেন প্রতিবাদী কৃষকরা। পুলিশ জানিয়েছে, ব়্যালির জন্য সীমানার ব্যারিকেড সরিয়ে দেওয়া হবে এবং কৃষকরা দিল্লিতে প্রবেশ করবেন। প্রায় ১০০ কিলোমিটার মিছিলের পর কৃষকরা বিক্ষোভের জায়গায় ফিরে আসবেন। প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে কোনওরকম প্রভাব পড়বে না বলেও আশ্বাস দিয়েছেন বিক্ষোভকারীরা।

কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রায় দু’মাস ধরে দিল্লি সীমানায় বিক্ষোভে সামিল ৪০টিরও বেশি কৃষকদের সংগঠন। কেন্দ্রের সঙ্গে ১১ দফা আলোচনাতেও কোন সমাধান সূত্র বেরোয়নি। প্রতিবাদে প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর র‍্যালি করবেন বলে ঘোষণা করে কৃষক সংগঠনগুলো।

আরও পড়ুনঃ চাপ বাড়াচ্ছে কেন্দ্র, আরও তীব্র আন্দোলনের পথে কৃষকরা

আইন-শৃঙ্খলার সমস্যার কথা বলে ওই র‍্যালিতে স্থগিতাদেশ জারির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল দিল্লি পুলিশ। শীর্ষ আদালত জানিয়ে দেয়, ট্রাক্টর র‍্যালি হবে কিনা তা ঠিক করবে দিল্লি পুলিশ। আইনি লড়াইতে সুবিধা না হওয়ায় শেষ পর্যন্ত কৃষক সংগঠনগুলোর সঙ্গে একাধিকবার বৈঠক করে দিল্লি-পাঞ্জাব-হরিয়ানা ও উত্তরপ্রদেশ পুলিশ। কিন্তু জট কাটেনি। শেষ পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে কৃষকদের দিল্লিতে ট্রাক্টর ব়্যালির অনুমতি দিল পুলিশ।

আরও পড়ুনঃ কৃষক নেতাদের হত্যার সুপারি! সিংঘু সীমান্তে অস্ত্র-সহ ধৃত যুবকের দাবি

ইতিমধ্যেই এই র‍্যালিতে অংশ নিতে পাঞ্জাব-হরিয়ানা থেকে ২.৫-৩ লাখ ট্রাক্টর দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। পাঞ্জাব জামুরি কিষাণ সভার সম্পাদক কুলওয়ান্ত সিং সান্ধু বলেছেন, “কৃষকদের তরফে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই ট্রাক্টর র‍্যালি হবে।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, র‍্যালিতে কতজন ও কটি ট্রাক্টর থাকবে? কোন রুটে কখন হবে যাত্রা? তা লিখিত আকারে কৃষকদের জানাতে বলা হয়েছে। রবিবার র‍্যালির যাত্রাপথ নিয়ে আলোচনা হবে। তবে কৃষকরা জানিয়েছেন দিল্লি সীমানার আশেপাশেই ট্রাক্টর র‍্যালি সীমাবদ্ধ থাকবে। র‍্যালি চলাকালীন কৃষকদের সুরক্ষা ও মেডিক্যাল সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।”

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লি পুলিশ শহরে পাঁচস্তরীয় নিরাপত্তার আয়োজন করেছে। ৪০ হাজারের বেশি পুলিশ, আইটিবিপি, সিআরপিএফ জওয়ান সিঙ্ঘু, তিকরি ও গাজীপুর সীমানায় মোতায়েন থাকবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here