বিক্ষোভকারীদের ছবি তুলে রেখেছে দিল্লি পুলিশ, ডেটাবেসে মজুত লক্ষাধিক ফটো

0
107

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

প্রতিবাদীরা ভিড়ে মিশে থাকলেও যাতে তাদের আলাদা করে সনাক্ত করা যায়, সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রামলীলা ময়দানের জনসমাবেশে প্রথম ব্যবহার করা হয়েছিল ‘ফেস রিকগনিশন সফটওয়্যার’। এই সিস্টেমের মাধ্যমে দিল্লিতে সিএএ বিরোধী বিক্ষোভকারীদের ছবি তুলে রাখা হয়েছে দিল্লি পুলিশের তরফে। জনসমাবেশগুলিতে যাতে অশান্তি-বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি না হয়, সেই কারণেই এই পদক্ষেপ।

জামিয়াতে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ৷ চিত্র সৌজন্যঃ হাফিংটন পোস্ট

সূত্রের খবর, এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত রবিবার মোদী সরকারের জনসমাবেশে উপস্থিত জনগণের মধ্যে যারা যারা মেটাল ডিটেকটরের মধ্যে দিয়ে প্রবেশ করেছেন, প্রত্যেকের ছবিই তুলে রাখা হয়েছে। লাইভ ফিডের সঙ্গে পাঁচ সেকেন্ডেরও কম সময়ে কন্ট্রোল রুম থেকে সেই ছবি পুলিশের রেকর্ডে থাকা ডেটা সেটের সাথে মিলিয়ে দেখা সম্ভব হয়েছে।

পুলিশের তরফে ক্যামেরাবন্দী। চিত্র সৌজন্যঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

এর আগে ২০১১ সালে দিল্লি হাইকোর্টের নিখোঁজ বাচ্চা সম্পর্কিত একটি মামলার পর দিল্লি পুলিশ নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের জন্য অটোমেটেড ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার ব্যবহার শুরু করেছিল। সেই থেকে স্বাধীনতা দিবসে একবার ও প্রজাতন্ত্র দিবসে দু’বার সেই সিস্টেম ব্যবহার করা হয়েছিল।

আরও পড়ুনঃ দেশে থাকতে গেলে ‘ভারত মাতা কি জয়’ বলা বাধ্যতামূলক

এখনও পর্যন্ত পুলিশের ডেটাবেসে জনসমাবেশের প্রায় দেড় লক্ষ ছবি সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি জঙ্গি সন্দেহভাজন ব্যক্তিদের দু’হাজার ছবির একটি সেট রয়েছে পুলিশের ডেটাবেসে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here