দিল্লির যন্তর মন্তরে আজ থেকে শুরু ‘কিষান সংসদ’, চলবে ১৩ অগাস্ট অবধি

0
119

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

আজ থেকে দিল্লির যন্তর মন্তরে বসছে ‘কিষান সংসদ’। অনুমতি পাওয়া গিয়েছে পুলিশের তরফে, তবে তা শর্ত সাপেক্ষ। কৃষকেরা দাবি করেছিলেন যে তাঁরা সিংঘু সীমান্ত থেকে পায়ে হেঁটে সংসদ ভবন পর্যন্ত যাবেন কিন্তু সে অনুমতি দেয়নি পুলিশ। তাঁদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হবে দিল্লি পুলিশের তরফে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা অবধি কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করতে পারবেন তাঁরা।

Farmers Protest at Jantar Mantar
সৌজন্যেঃ এএনআই

তবে প্রজাতন্ত্র দিবসে আইন শৃঙ্খলা পরিস্থিতির স্মৃতি মাথায় রেখে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে আন্দোলনকারী কৃষকদের ওপর। যন্তর মন্তরে আন্দোলনকারীদের সংখ্যা ২০৬-এর মধ্যেই রাখতে হবে। এরমধ্যে ২০০ জন সংযুক্ত কিসান মোর্চার ও ৬ জন কিসান মজদুর সংঘর্ষ কমিটির প্রতিনিধি থাকবেন।অতিমারীর কথা মাথায় রেখে সামাজিক দূরত্ববিধি সহ সমস্ত করোনাবিধি মেনে চলতে হবে।

আরও পড়ুনঃ পেগাস্যাস ইস্যুতে তথ্য প্রযুক্তি সংক্রান্ত স্থায়ী সংসদীয় কমিটির বৈঠক ২৮ জুলাই

দিল্লি পুলিশের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “করোনা বিধিনিষেধের কথা মাথায় রেখেই কৃষকদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন পদযাত্রা করা থেকে বিরত থাকেন।” যন্তর মন্তরে কৃষকদের আন্দোলন চলাকালে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, যন্তর মন্তরে কিষান সংসদ গঠনের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ২১জুলাইয়ের মঞ্চ থেকে যা কিছু শোনা গেল না তৃনমূল সুপ্রিমোর বক্তব্যে

উল্লেখ্য, সম্পূর্ণ ভাবে সংসদের অনুকরণে গঠন করা হয়েছে কিসান সংসদ। তবে কিষান সংসদে আলোচনা চলবে বিতর্কিত তিন কৃষি আইন নিয়েই। আগামী ১৩ অগস্ট অবধি চলবে এই কিষান সংসদ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here