মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কর্মশালা

0
62

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মিলনময়ী বালিকা বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকস্তরের ছাত্রছাত্রীদের মধ্যে মানসিক ও আত্মরক্ষার পাঠ নিতে একটি কর্মশালার আয়োজন করা হয়।একদিনের এই আত্মরক্ষার পাঠে কিছু মৌলিক কৌশল শেখানোর উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। সেই মতে শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মিলন ময়ী উচ্চ বিদ্যালয়ে জেলা নবম থেকে দ্বাদশ শ্রেনীর সব কটি বিদ্যালয় গুলির প্রতিনিধিদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়।

নিজস্ব চিত্র

এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাবনী চট্টোপাধ্যায় ও ২ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রান্তীক চক্রবর্তী সহ অন্যানরা। এই কর্মশালায় পরে প্রতিটি বিদ্যালয়ের প্রতিনিধিরা নিজ নিজ বিদ্যালয়ে প্রশিক্ষকদের দিয়ে ছাত্রীদের প্রশিক্ষন দেওয়া হবে যাতে আগামী দিনে নিয়মিত পড়াশুনোর সঙ্গে নিজেকে আরও একটু ভালো করে চেনার ও জানার পাঠ।নিজের মন, শরীর, সমাজ,পারিপার্শ্বিক সম্পর্কে গড়ে উঠুক প্রয়োজনীয় সচেতনেতা।জীবনে এগিয়ে চলার পথে হতে হবে দৃঢ সংকল্প।তার জন্য চাই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ। প্রয়োজন সঠিক দিশা, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রীদের জন্য আত্মরক্ষা ও জীবনশৈলীর পাঠ। এই পাঠের মধ্য দিয়ে ছাত্রীরা যথেষ্ট উপকৃত হবে এবং সঠিক উপায়ে নিজেদের সমস্যা ও প্রতিকূলতা কাটিয়ে উঠতে পাড়বে। তাদের প্রাত্যহিক জীবন হয়ে উঠবে মসৃন। এই উদ্দেশ্য ছাত্রীদের মধ্যে মানসিক সক্ষমতা গড়ে তোলা এবং আত্মরক্ষা ও প্রতিয়াক্রমনের জন্য কিছু মৌলিক কৌশল শেখানো।এর ফলে ছাত্রীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে এবং আরো বেশী সংখক ছাত্রী প্রকল্পের অংশীদার হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here