ট্রাক্টর র‍্যালির ভবিষ্যৎ নির্ধারণ করবে পুলিশ, নির্দেশ সুপ্রিম কোর্টের

0
77

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সুপ্রিম কোর্ট প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর ব়্যালিতে স্থগিতাদেশের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল দিল্লি পুলিশ।

Delhi Farmers protest | newsfront.co
ফাইল চিত্র

প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর ব়্যালির কর্মসূচি ঘোষণা করেই রেখেছেন আন্দোলনকারী কৃষকরা। যা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা দিল্লি পুলিশের। কৃষকদের ট্রাক্টর ব়্যালিতে স্থগিতাদেশের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় দিল্লি পুলিশ।

সোমবার সেই মামলার শুনানি হয়। কিন্তু প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলো দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর দায় দিল্লি পুলিশের। এবং কৃষকদের ট্রাক্টর ব়্যালি উপর কোনও স্থগিতাদেশও দিল না দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ কোভিড টিকা ঘিরে ফের বিতর্ক, ভ্যাকসিন নেওয়ার পরই মৃত্যু যুবকের

এদিন অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল সুপ্রিম কোর্ট জানান, লক্ষ লক্ষ চাষী এখন দিল্লিতে ঢুকতে চাইছেন, এই কৃষকদের মধ্যে কিছু খলিস্তানী সংগঠন মিশে থাকার কথা আগেই জানিয়েছে কেন্দ্র। দিল্লি পুলিশ তাদের পিটিশনে জানিয়েছে যে ২৬ জানুয়ারি দিল্লিতে ট্র্যাক্টর মিছিল করতে দিলে বিশ্বের চোখে ভারতের সম্মান নষ্ট হবে। এক্ষেত্রে আদালতের নির্দেশ কাম্য।

আরও পড়ুনঃ সিআরপিএফ-ডিআরডিও’র যৌথ উদ্যোগে বাইক অ্যাম্বুলেন্স ‘রক্ষিতা’-র আত্মপ্রকাশ

এই মামলার শুনানিতে সোমবার আদালত জানিয়ে দেয়, রাজধানী দিল্লির আইনশৃঙ্খলার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে দিল্লি পুলিশের উপর। দিল্লিতে কারা প্রবেশ করার অনুমতি পাবেন, আর কারা পাবেন না, সেটা ঠিক করবে দিল্লি পুলিশই।

ইতিমধ্যেই কৃষক আইনের ওপর স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট সব দিক খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। যদিও কমিটি সদস্যরা ‘পক্ষপাতদুষ্ট’ বলে দাবি আন্দোলনকারী কৃষক সংগঠনগুলোর। সুপ্রিম কোর্টে কমিটির সদস্য বদলের আর্জি জানিয়েছে তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here