দিল্লিতে হিংসার প্রতিবাদে ধিক্কার মিছিল মেদিনীপুরে

0
44

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

দিল্লীর রাষ্ট্রীয় মদতে পুলিশ প্রশাসনকে ঠুঁটো জগন্নাথ করে আরএসএস-বিজেপির ঘৃণ্য সম্প্রদায়িক গণহত্যার প্রতিবাদে সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটি শুক্রবার সারা বাংলা জুড়ে ধিক্কার দিবস পালন করে।

delhi violence protest rally in medinipur | newsfront.co
প্রতিবাদ। নিজস্ব চিত্র

এরই অংশ হিসেবে মেদিনীপুর শহরে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে এদিন অবস্থান বিক্ষোভ সংগঠিত হয়। অবস্থান শেষে একটি মৌন মিছিল শহর পরিক্রমা করে। নেতৃত্ব দেন সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটির পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক পাত্র ও জেলা সভাপতি প্রাক্তন শিক্ষক অতীন্দ্রনাথ বেরা।

delhi violence protest rally in medinipur | newsfront.co
নিজস্ব চিত্র

অবস্থান-বিক্ষোভ থেকে বিজেপি-আরএসএস তথা কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র ধিক্কার ও তীব্র নিন্দা জানানো হয়। সাথে সাথে দাবি জানানো হয় অবিলম্বে এনআরসি, সিএএ ও এনপিআর বাতিল করতে হবে। সাম্প্রদায়িক দাঙ্গায় আহত- নিহত সমস্ত নাগরিকদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

delhi violence protest rally in medinipur | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দিল্লির হত্যা-হিংসার প্রতিবাদে বেলদাতে ধিক্কার মিছিল এসইউসি আই-এর

এই দাঙ্গায় যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামী পয়লা এপ্রিল এনআরসি বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে সারা বাংলা জুড়ে অবরোধ, বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

যদি এনআরসি, এনপিআর, সিএএ বাতিল করা না হয় অবিলম্বে গোটা দেশজুড়ে এই আন্দোলন উত্তাল রূপ ধারণ করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here